Ajker Patrika

আখাউড়ায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আখাউড়ায় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজান মাসের প্রথম দিনে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা। 

এ সময় দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে কাঁচামাল ও মুদির মোট নয় দোকানিকে ১৩ হাজার ৫০০ টাকা পৃথক পৃথকভাবে জরিমানা করে তা আদায় করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘সিয়াম সাধনার এই মাসে কিছু অসাধু ব্যবসায়ীর মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে জেলা প্রশাসকের নির্দেশে। রমজানে কিছু বিশেষ সবজির (বেগুন, আলু) দাম বেড়ে যায়।’ রমজানে সবজির দাম নিয়ে বিক্রেতারা যাতে ভোক্তাদের ঠকাতে না পারে সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানের সময় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত