Ajker Patrika

আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারলেও সফল রাষ্ট্র গঠন করতে পারিনি: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা সফলভাব স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে পেরেছি। কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের এখন রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিতে হবে।’

আজ রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে তিনি এই কথা বলেন।

সমাবেশে হাসনাত বলেন, ‘প্রিয় চট্টগ্রামবাসী, যারা অতীতে আমাদের শাসন করেছে, তারা জানত তারা দিনশেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, হয়তো লন্ডনে পালাবে। সে জন্য তারা আগে থেকে তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছিল, তারা থার্ড হোম বানিয়েছিল। কিন্তু আমরা যারা বাংলাদেশে থাকব, বাংলাদেশকেই নিয়ে থাকতে হবে।’

তরুণ প্রজন্মের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অতীত প্রজন্ম আমাদের জন্য কিছু রেখে যায়নি। তারা আমাদের ভঙ্গুর অর্থনীতি দিয়েছে, একটা ভঙ্গুর শিক্ষাব্যবস্থা দিয়েছে, ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা দিয়ে গেছে, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ দিয়ে গেছে। পাহাড় বনাম সমতলে সংঘর্ষ দিয়ে গেছে। আমরা যারা এই প্রজন্মের রয়েছি, তাদের এসবের দায়িত্ব তুলে নিতে হবে। এসব সমস্যার আমাদের সমাধান করতে হবে।’

সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, ‘আমাদের একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে। একটা ইনসাফের চট্টগ্রাম গড়ে তুলতে হবে।’

এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে বিপ্লব উদ্যান পর্যন্ত পদযাত্রায় নেতা-কর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

আজ সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষ করে চট্টগ্রাম নগরীতে আসেন এনসিপি নেতারা। চট্টগ্রাম থেকে আগামীকাল সোমবার সকালে তাঁরা খাগড়াছড়িতে গিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত