সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মুসলিম উদ্দিন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
আজ বিকেলে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী সাগর উপকূলসংলগ্ন কোস্টাল গ্যাস কারখানার সামনে মুসলিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তিনি স্থানীয় মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁর বাবা গোপ্তাখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত মুসলিম উদ্দিনের পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতা ও যুবলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মুসলিমকে কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে কোস্টাল গ্যাস কারখানার ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানিয়েছেন, বিকেলে কোস্টাল গ্যাস কারখানা থেকে বাড়ি ফেরার সময় সাত-আটজন দুর্বৃত্ত যুবলীগ নেতা মুসলিমের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুসলিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইফতারের পর বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার সময় কুপিয়ে হত্যা করা হয় কৃষক দল নেতা নাছবর উদ্দিনকে। এ ঘটনায় মামলা হলে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. মুসলিম উদ্দিন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
আজ বিকেলে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী সাগর উপকূলসংলগ্ন কোস্টাল গ্যাস কারখানার সামনে মুসলিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তিনি স্থানীয় মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁর বাবা গোপ্তাখালী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহত মুসলিম উদ্দিনের পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতা ও যুবলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে মুসলিমকে কুপিয়ে হত্যা করেছে। অন্যদিকে কোস্টাল গ্যাস কারখানার ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানিয়েছেন, বিকেলে কোস্টাল গ্যাস কারখানা থেকে বাড়ি ফেরার সময় সাত-আটজন দুর্বৃত্ত যুবলীগ নেতা মুসলিমের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুসলিমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় ইফতারের পর বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার সময় কুপিয়ে হত্যা করা হয় কৃষক দল নেতা নাছবর উদ্দিনকে। এ ঘটনায় মামলা হলে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
১ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
২ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
২ ঘণ্টা আগে