পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ার দিঘি এলাকায় জ্বালানি তেলবোঝাই লরির চাপায় দুই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন কলেজপড়ুয়া। তাঁরা হলেন— মামুনুর রশীদ শাওন (২১) ও মো. ইমন (২০)।
ইমন কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে এবং মামুনুর রশীদ শাওন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুসের ছেলে।
খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ও ক্রসিং হাইওয়ে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পুলিশ মরদেহ দুটি সড়ক থেকে সরালে ঘটনার এক ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। ক্রসিং হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী এনাম মজুমদার জানান, দ্রুতগামী একটি তেলবাহী লরি দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
মামুনুর রশীদ শাওন বিজিসি ট্রাস্ট কলেজ এবং ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। তাঁরা দুই বন্ধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, তেলবাহী লরিটি চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে দুই যুবক পার্শ্ববর্তী কচুয়াই গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস সড়ক পার হয়ে উপজেলা সদরের দিকে আসছিলেন। ভাইয়ার দিঘি এলাকায় মহাসড়কে তাঁদের তেলবাহী লরি চাপা দেয়। এ সময় দুই বন্ধু বাইসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ার দিঘি এলাকায় জ্বালানি তেলবোঝাই লরির চাপায় দুই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজন কলেজপড়ুয়া। তাঁরা হলেন— মামুনুর রশীদ শাওন (২১) ও মো. ইমন (২০)।
ইমন কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে এবং মামুনুর রশীদ শাওন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুসের ছেলে।
খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ও ক্রসিং হাইওয়ে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পুলিশ মরদেহ দুটি সড়ক থেকে সরালে ঘটনার এক ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়। ক্রসিং হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী এনাম মজুমদার জানান, দ্রুতগামী একটি তেলবাহী লরি দুই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
মামুনুর রশীদ শাওন বিজিসি ট্রাস্ট কলেজ এবং ইমন লোহাগাড়ার মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। তাঁরা দুই বন্ধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, তেলবাহী লরিটি চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে দুই যুবক পার্শ্ববর্তী কচুয়াই গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস সড়ক পার হয়ে উপজেলা সদরের দিকে আসছিলেন। ভাইয়ার দিঘি এলাকায় মহাসড়কে তাঁদের তেলবাহী লরি চাপা দেয়। এ সময় দুই বন্ধু বাইসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
১৭ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড়...
২৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক দিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।
৩৭ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে