নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া গেছে। যদিও চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন যে তিনি এ রোগে আক্রান্ত কি–না। আজ বুধবার চমেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ও করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টি আজকের পত্রিকাকে জানান।
ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠেন ষাটোর্ধ্ব ওই নারী। পরে করোনা পরবর্তী জটিলতায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা দেয়। তবে এটি আসলেই এই রোগ কি না তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। প্রাইভেসির স্বার্থে তাঁর নাম প্রকাশ করা যাবে না।
হাসপাতালে করোনা ওয়ার্ড সূত্রে জানা গেছে, এই মাসের শুরুতে করোনাক্রান্ত হয়ে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি ভর্তি হন। পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ আসলেও তাঁর শরীরে কোভিড পরবর্তী নানা জটিলতা দেখা দেয়। এ অবস্থায় স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের নানা লক্ষণ দেখা যায়।
এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।
এ নিয়ে জানতে চাইলে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে এই মহিলা ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর চোখের চারপাশে কালো ফাঙ্গাসের কিছু লক্ষণ আছে। বিষয়টি নিশ্চিতে আমরা বুধবার জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। এটির সিদ্ধান্ত এখনো পেন্ডিং আছে। বোর্ডের চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই শেষে সবকিছু হাতে আসলে আমরা বলতে পারব এটি আসলেই ব্ল্যাক ফাঙ্গাস কি না।
ডা. রাজীব আরও জানান, এই রোগে আক্রান্ত হলে চিকিৎসা খুব ব্যয়বহুল। রোগীকে যেই ইনজেকশন দিতে হয় তা দেশে একটা কোম্পানি বানায়। যদিও তা সহজপ্রাপ্য কি না বিষয়টি নিশ্চিত নন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো এক নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া গেছে। যদিও চিকিৎসকেরা এখনো নিশ্চিত নন যে তিনি এ রোগে আক্রান্ত কি–না। আজ বুধবার চমেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ও করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টি আজকের পত্রিকাকে জানান।
ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠেন ষাটোর্ধ্ব ওই নারী। পরে করোনা পরবর্তী জটিলতায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা দেয়। তবে এটি আসলেই এই রোগ কি না তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। প্রাইভেসির স্বার্থে তাঁর নাম প্রকাশ করা যাবে না।
হাসপাতালে করোনা ওয়ার্ড সূত্রে জানা গেছে, এই মাসের শুরুতে করোনাক্রান্ত হয়ে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি ভর্তি হন। পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ আসলেও তাঁর শরীরে কোভিড পরবর্তী নানা জটিলতা দেখা দেয়। এ অবস্থায় স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের নানা লক্ষণ দেখা যায়।
এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।
এ নিয়ে জানতে চাইলে চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে এই মহিলা ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর চোখের চারপাশে কালো ফাঙ্গাসের কিছু লক্ষণ আছে। বিষয়টি নিশ্চিতে আমরা বুধবার জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। এটির সিদ্ধান্ত এখনো পেন্ডিং আছে। বোর্ডের চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই শেষে সবকিছু হাতে আসলে আমরা বলতে পারব এটি আসলেই ব্ল্যাক ফাঙ্গাস কি না।
ডা. রাজীব আরও জানান, এই রোগে আক্রান্ত হলে চিকিৎসা খুব ব্যয়বহুল। রোগীকে যেই ইনজেকশন দিতে হয় তা দেশে একটা কোম্পানি বানায়। যদিও তা সহজপ্রাপ্য কি না বিষয়টি নিশ্চিত নন তিনি।
পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বামীর বাড়ি থেকে জান্নাতি আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সন্তানসহ ওই নারীকে জিম্মি করেছে লুটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেরাজশাহীর তানোরে ইফতার মাহফিলে দলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হয়েছে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানকেও।
১ ঘণ্টা আগে