Ajker Patrika

হাজেরা-তজু ডিগ্রি কলেজ আন্তশ্রেণি ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২২: ৩৮
Thumbnail image

চট্টগ্রামে হাজেরা-তজু ডিগ্রি কলেজ আন্তশ্রেণি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বুধবার কলেজমাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। 

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ রাজনীতিবিদ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ মোহা. কুতুব উদ্দীন, মোহা. দবির উদ্দীন খান ও উপাধ্যক্ষ এস. এম. আইয়ুব। 

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় মনোনিবেশ করে আদর্শ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত