Ajker Patrika

রামুতে দেড় কেজি আইসসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ৪২
রামুতে দেড় কেজি আইসসহ রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ১ কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টাল মেথ-আইসসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার তরুণ হলেন উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের বালুখালী ১ নম্বর ক্যাম্পের ৭ নম্বর ব্লকের বাসিন্দা মো. ফাইসেল (২০)। তাঁকে গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ৩০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। 

লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামান বলেন, মরিচ্যা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় তল্লাশি জোরদার করা হয়। এ সময় চেকপোস্টের পাশে মরিচ্যা পশ্চিম গোয়ালিয়া সড়কে রোহিঙ্গা তরুণকে সন্দেহ হলে তল্লাশি করে ১ কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। 

উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, রোহিঙ্গা তরুণের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত