চাঁদপুর প্রতিনিধি
মামলা না করে দুই পক্ষকেই সমঝোতায় আনার পরামর্শ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নাইমা হায়দার। তিনি বলেন, ‘মামলা না করে দুই পক্ষকেই যদি সমঝোতায় আনতে পারেন, তাহলে মামলার জট কমবে। লিগ্যাল এইডের মামলাগুলো কম সময়ের মধ্যে শেষ করতে পারলেও মামলার জট কমবে। আর সমাধানের মাধ্যমে নিয়ে আসতে পারলে আর নতুন মামলা সৃষ্টি হবে না।’
আজ শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ মামলাজট নিরসনে ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি নাইমা হায়দার বলেন, ‘আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করি, তাহলে অনেক কাজ সহজ হবে এবং মামলার জট নিরসন হবে। বিচারপ্রার্থীদের জানাতে হবে, লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রুত মামলার শেষ করা যায়।’
চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিস ও গ্রাম উন্নয়ন কর্ম সংস্থার সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
জেলা লিগ্যাল এইড অফিসার মো. সাকিব হোসেন ও সিনিয়র সহকারী জজ নুসরাত জাহান জিনিয়ার যৌথ সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ও অতিরিক্ত জেলা দায়রা জজ ফারহা মামুন, চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, বেসরকারি কারা পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী, জিপি আব্দুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি সাইদুল ইসলাম বাবু, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মনিরা চৌধুরী ও আইনজীবী মো. শাহজাহান মিয়া।
সেই সঙ্গে সেমিনারে চাঁদপুর বিচার বিভাগের বিচারক, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী, কারা পরিদর্শকসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মামলা না করে দুই পক্ষকেই সমঝোতায় আনার পরামর্শ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নাইমা হায়দার। তিনি বলেন, ‘মামলা না করে দুই পক্ষকেই যদি সমঝোতায় আনতে পারেন, তাহলে মামলার জট কমবে। লিগ্যাল এইডের মামলাগুলো কম সময়ের মধ্যে শেষ করতে পারলেও মামলার জট কমবে। আর সমাধানের মাধ্যমে নিয়ে আসতে পারলে আর নতুন মামলা সৃষ্টি হবে না।’
আজ শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ মামলাজট নিরসনে ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি নাইমা হায়দার বলেন, ‘আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যার যার দায়িত্ব পালন করি, তাহলে অনেক কাজ সহজ হবে এবং মামলার জট নিরসন হবে। বিচারপ্রার্থীদের জানাতে হবে, লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দ্রুত মামলার শেষ করা যায়।’
চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিস ও গ্রাম উন্নয়ন কর্ম সংস্থার সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক।
জেলা লিগ্যাল এইড অফিসার মো. সাকিব হোসেন ও সিনিয়র সহকারী জজ নুসরাত জাহান জিনিয়ার যৌথ সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ও অতিরিক্ত জেলা দায়রা জজ ফারহা মামুন, চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, বেসরকারি কারা পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী, জিপি আব্দুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি সাইদুল ইসলাম বাবু, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মনিরা চৌধুরী ও আইনজীবী মো. শাহজাহান মিয়া।
সেই সঙ্গে সেমিনারে চাঁদপুর বিচার বিভাগের বিচারক, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী, কারা পরিদর্শকসহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাটের পাঁচবিবিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম নাসির বিপ্লব (৩৭) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফিসকারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেকিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শরীফুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৫ জনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ মিনিট আগেবরিশালের হিজলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর শাহজাদপুরের বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত মজুমদার ভিলায় থাকা একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরও একজনের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম ইসরাফুল আলম (৩৫)। তাঁর বাড়ি ঝিনাইদহ সদরের আরাপপুর।
১ ঘণ্টা আগে