Ajker Patrika

পরিবহন থেকে চাঁদা আদায়, ৯ জন গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২: ১৯
পরিবহন থেকে চাঁদা আদায়, ৯ জন গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় ৯ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার র‍্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছাগলনাইয়া পৌরসভা থেকে ফেনী সদর, মুহুরীগঞ্জ ও করেরহাটমুখী সড়কে বিভিন্ন পরিবহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর এলাকার মো. সাইফুল ইসলাম, মধ্যম মটুয়া এলাকার মো. আনোয়ার, মো. আবুল হাশেম খোকন, মো. আলম, বাঁশপাড়া এলাকার মো. ছলিম, মো. আরাফাত, মো. রেজাউল করিম, পশ্চিম ছাগলনাইয়া এলাকার মো. আজিম উদ্দিন ও উত্তর আদার মানিক এলাকার মো. শফিক। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায় করা ২২ হাজার ৬০০ টাকা এবং চাঁদা আদায়ের ভুয়া রসিদ বই উদ্ধার করা হয়। তাঁদের থানায় সোপর্দ এবং এ বিষয়ে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত