Ajker Patrika

লোহাগাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে মিনু আরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার খবর পেয়ে পুলিশ রাত ৯টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। 

নিহত মিনু আরা বেগম উক্ত এলাকার আবদুল জব্বারের স্ত্রী এবং লামা উপজেলার সরই ইউনিয়নের মেইচ্ছ্যা ঝিরি এলাকার আবুল হাশেমের মেয়ে। 

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কলাউজান ইউনিয়নের বাংলাবাজার মিয়াজি পাড়ায় নিজ ঘর থেকে মিনু আরা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর স্বামী তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানেই মরদেহ রেখে পালিয়ে যায়। 

নিহতের মা নুরুন্নিছা বেগম জানান, ৬ বছর আগে আবদুল জব্বারের সঙ্গে মিনু আরা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন স্বামী আবদুল জব্বার ফোনে জানায় তাঁর মেয়ে মিনু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের মরদেহ রয়েছে। তখন হাসপাতালে গিয়ে মেয়ের শ্বশুর বাড়ির কাউকে দেখা যায়নি। মিনুর মা দাবি করেন তাঁর মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে। 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে হাসপাতাল থেকে মিনু আরা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত