Ajker Patrika

বেজির ফাঁসি, যুবকের অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বেজির ফাঁসি, যুবকের অর্থদণ্ড

পটিয়ায় একটি বন্য বেজি আটকের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে নজরুল ইসলাম বাবু (২৩) নামে এক যুবক। গত ৫ জুলাই ওই বেজিকে হত্যার একটি ভিডিও সে নিজেই তাঁর ফেসবুকে শেয়ার করে। ঘটনাটি বন বিভাগের নজরে এলে আজ বুধবার বাবুকে ধরতে অভিযান চালানো হয়। সে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ফরিদ আহমদের ছেলে।

বন বিভাগের অভিযানে নিজ বাড়ি থেকে বাবুকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

জানা গেছে, বাবু কবুতর ও হাঁস-মুরগি লালনপালন করেন। তাঁর পালিত হাঁস-মুরগি প্রতিনিয়ত ওই বেজি নিয়ে যেত। এ কারণে গত ৫ জুলাই ফাঁদ পেতে বেজিকে আটকের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে সে। এ সময় ঘটনাটি নিজ মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি বন বিভাগের নজরে এলে আজ বন্যপ্রাণী চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জার মোহাম্মদ ইসমাইল হোসেন ও পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পটিয়া সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, বন্যপ্রাণী নিধনের অভিযোগে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৯ ধারায় ওই যুবকের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত