Ajker Patrika

২৮ কোটি টাকা গ্যারান্টিতে ছাড়া পেল দুটি বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ কোটি টাকা গ্যারান্টিতে ছাড়া পেল দুটি বিদেশি জাহাজ

চট্টগ্রামে বন্দরে জব্দ দুটি বিদেশি জাহাজ ২৮ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়ে ১০ দিন পর ছাড়া পেয়েছে।

পণ্যবোঝাই করে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর এক ব্যবসায়ীর করা মামলার রায়ে গত ২২ মার্চ আটক হয় এ দুটি জাহাজ। জাহাজ দুটি হচ্ছে—লাইবেরিয়ার পতাকাবাহী ‘সান আলফেনসো’ এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘সেলসিয়াস নেলসন’। 

ব্যাংক গ্যারান্টি দিয়ে ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক। 

এর মধ্যে সান আলফেনসো জাহাজটি গত শুক্রবার ১ হাজার ৪০ ইউনিট কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। অপর জাহাজটি আমদানি পণ্য বোঝাই করার জন্য চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। 

সেলসিয়াস নেলসন গত ২১ মার্চ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। ২২ মার্চ জাহাজটি জেটিতে ভিড়ে ১ হাজার ৫০ ইউনিট আমদানি কন্টেইনার নামানোর কথা ছিল। কিন্তু তার আগেই জাহাজটি জব্দ হয়। জাহাজটি পরিচালনা করে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ফিডারটেক। বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কোম্পানি। 

জানা গেছে, রাজধানীর উত্তরা মডেল টাউনের ট্রপিক্যাল শর্মি সেন্টারের প্রতিষ্ঠান রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে লজিস্টিক কোম্পানি বিএস কার্গোর ব্যবসায়িক লেনদেনে ঝামেলার কারণে এ মামলা হয়। রাজ্জাক জুট পাওনা আদায়ের দাবিতে এডমিরালিটি কোর্টে মামলা করেন। মামলায় দুটি জাহাজ জব্দের রায় দেওয়া হয়। সেই নির্দেশে দুটি বিদেশি জাহাজ ১০ দিন ধরে চট্টগ্রাম বন্দরে আটকে ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত