নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুরে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ছাত্রলীগ–যুবলীগের ও স্বেচ্ছোসেবকলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। সংঘর্ষের মধ্যে ধাওয়া খেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি ৫ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলকারীরা ওই ভবনে উঠে মারধর শুরু করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। অন্তত তিনজন ছাত্রলীগকর্মী ছাদ পড়ে যায়। ছাত্রলীগ জানিয়েছে, চট্টগ্রামের ১০০ নেতা–কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মুরাদপুরে এ ঘটনা ঘটে।
হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রলীগ কর্মী মো. জালাল উদ্দিন জুবায়ের নামে একজন গুরুতর জখম হয়েছেন। তাঁর হাত ও মাথায় আঘাত লেগেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
বেলা ২টা থেকে ষোলোশহর স্টেশনে অবস্থান নেয় ছাত্রলীগ–যুবলীগের কর্মীরা। অন্যদিকে মুরাদপুরে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। বিকেল সাড়ে ৩টার দিকে দুই নম্বর গেট থেকে একটি মিছিল যায় মুরাদপুরের দিকে। কোটা আন্দোলনকারীরা ধাওয়া দিলে পিছু হটে তারা। কেউ কেউ মুরাদপুর বেলাল মসজিদের পাশের ৫ তলা ভবনে আশ্রয় নেন।
কোটা আন্দোলনকারীদের অনেকে দাবি করছেন, ছাত্রলীগের একটি অংশ ওই ভবনের ছাদে গিয়ে পাথর নিক্ষেপ করেন। পরে আন্দোলনকারীরা গিয়ে প্রতিহত করেন।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। আন্দোলনকারীরা গিয়ে তাঁদের ছাদ থেকে ফেলে দেন।
আহতদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মাহমুদুল করিম। আহতরা হলেন—আব্দুলল্লাহ আল সাইমুন, ওয়াহিদুল রহমান সুজন, ইরফানুল আলম, জাহেদ অভি, মেহরাজ সিদ্দিকী পাভেল, জাবেদ ইকবালসহ ১৫-২০ জন। তাঁরা চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের ক্যাজুয়ার্টি ওয়ার্ডে ভর্তি আছেন।
মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন অভিযোগ করেন, ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা জালালসহ তিনজনের রগ কেটে দিয়েছেন। তাঁরা চমেকের আইসিইউতে আছেন।
তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত নিয়ে একজন আইসিইউতে ভর্তি আছেন।
আজকের পত্রিকায় হাতে আসা ভিডিওতে দেখা যায়, ৫ তলা ভবন থেকে তিনজন নিচে পড়েছেন। কেউ কেউ পাইপ বেড়ে নিচে নামার সময় পড়ে আহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, শিবিরের হামলায় ১০০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
বিকেলে মুরাপুরে সংঘর্ষের সময় অন্তত চারজন বন্দুকধারীকে দেখা গেছে। তাঁরা স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। তাঁদের গুলিতে তিনজন নিহত হয়েছেন।
ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুরে জড়ো হন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ছাত্রলীগ–যুবলীগের ও স্বেচ্ছোসেবকলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। সংঘর্ষের মধ্যে ধাওয়া খেয়ে ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি ৫ তলা ভবনের ছাদে আশ্রয় নেন। পরে আন্দোলকারীরা ওই ভবনে উঠে মারধর শুরু করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। অন্তত তিনজন ছাত্রলীগকর্মী ছাদ পড়ে যায়। ছাত্রলীগ জানিয়েছে, চট্টগ্রামের ১০০ নেতা–কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মুরাদপুরে এ ঘটনা ঘটে।
হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্রলীগ কর্মী মো. জালাল উদ্দিন জুবায়ের নামে একজন গুরুতর জখম হয়েছেন। তাঁর হাত ও মাথায় আঘাত লেগেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
বেলা ২টা থেকে ষোলোশহর স্টেশনে অবস্থান নেয় ছাত্রলীগ–যুবলীগের কর্মীরা। অন্যদিকে মুরাদপুরে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। বিকেল সাড়ে ৩টার দিকে দুই নম্বর গেট থেকে একটি মিছিল যায় মুরাদপুরের দিকে। কোটা আন্দোলনকারীরা ধাওয়া দিলে পিছু হটে তারা। কেউ কেউ মুরাদপুর বেলাল মসজিদের পাশের ৫ তলা ভবনে আশ্রয় নেন।
কোটা আন্দোলনকারীদের অনেকে দাবি করছেন, ছাত্রলীগের একটি অংশ ওই ভবনের ছাদে গিয়ে পাথর নিক্ষেপ করেন। পরে আন্দোলনকারীরা গিয়ে প্রতিহত করেন।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। আন্দোলনকারীরা গিয়ে তাঁদের ছাদ থেকে ফেলে দেন।
আহতদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মাহমুদুল করিম। আহতরা হলেন—আব্দুলল্লাহ আল সাইমুন, ওয়াহিদুল রহমান সুজন, ইরফানুল আলম, জাহেদ অভি, মেহরাজ সিদ্দিকী পাভেল, জাবেদ ইকবালসহ ১৫-২০ জন। তাঁরা চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের ক্যাজুয়ার্টি ওয়ার্ডে ভর্তি আছেন।
মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুন অভিযোগ করেন, ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা জালালসহ তিনজনের রগ কেটে দিয়েছেন। তাঁরা চমেকের আইসিইউতে আছেন।
তবে হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত নিয়ে একজন আইসিইউতে ভর্তি আছেন।
আজকের পত্রিকায় হাতে আসা ভিডিওতে দেখা যায়, ৫ তলা ভবন থেকে তিনজন নিচে পড়েছেন। কেউ কেউ পাইপ বেড়ে নিচে নামার সময় পড়ে আহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, শিবিরের হামলায় ১০০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
বিকেলে মুরাপুরে সংঘর্ষের সময় অন্তত চারজন বন্দুকধারীকে দেখা গেছে। তাঁরা স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। তাঁদের গুলিতে তিনজন নিহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে