নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ডিবি পরিচয়ে চট্টগ্রামে মামা-ভাগনেকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ও চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।
এর আগে রোববার নগরীর টেক্সটাইল মোড় থেকে ডিবি পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন (২৫) ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮)। অপর দিকে গ্রেপ্তার দুজন হলেন মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (৩০)।
মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন বলেন, গত রোববার রাত আনুমানিক ৯টায় বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ জরুরি কাগজপত্র ফটোকপির জন্য মোটরসাইকেলে বাসা থেকে বের হন। এ সময় টেক্সটাইল মোড়ে দু-তিনটি মোটরসাইকেলে আসা অপহরণকারীরা নিজেদের ডিবি পরিচয়ে তাঁদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ওই দিন রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে তাঁদের অক্ষত অবস্থায় পাওয়ার জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ফোনের ওই পাশ থেকে অপহৃত ব্যক্তিদের মারধর করে কান্নার আওয়াজ শোনায় অপহরণকারীরা।
মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার পুলিশের দ্বারস্থ হলে সোমবার সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইসলাম সিদ্দিকীকে নগরীর অক্সিজেন মোড় থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে বায়েজিদ থানার ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কশপ থেকে রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সেখান থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের তিন-চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।
মো. রইছ উদ্দিন আরও বলেন, এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিবি পরিচয়ে চট্টগ্রামে মামা-ভাগনেকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার ও চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।
এর আগে রোববার নগরীর টেক্সটাইল মোড় থেকে ডিবি পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন (২৫) ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ (১৮)। অপর দিকে গ্রেপ্তার দুজন হলেন মো. ইসলাম সিদ্দিকী (৩০) ও মো. রাসেল (৩০)।
মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. রইছ উদ্দিন বলেন, গত রোববার রাত আনুমানিক ৯টায় বায়েজিদ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা ফয়েজ উদ্দিন ও তাঁর ভাগনে রবিউল ইমতিয়াজ উদ্দিন সায়েদ জরুরি কাগজপত্র ফটোকপির জন্য মোটরসাইকেলে বাসা থেকে বের হন। এ সময় টেক্সটাইল মোড়ে দু-তিনটি মোটরসাইকেলে আসা অপহরণকারীরা নিজেদের ডিবি পরিচয়ে তাঁদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।
ওই দিন রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে তাঁদের অক্ষত অবস্থায় পাওয়ার জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ফোনের ওই পাশ থেকে অপহৃত ব্যক্তিদের মারধর করে কান্নার আওয়াজ শোনায় অপহরণকারীরা।
মো. রইছ উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবার পুলিশের দ্বারস্থ হলে সোমবার সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ইসলাম সিদ্দিকীকে নগরীর অক্সিজেন মোড় থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে অভিযান চালিয়ে বায়েজিদ থানার ড্রিমল্যান্ড আবাসিক-২ এলাকার একটি পরিত্যক্ত ফ্রিজের ওয়ার্কশপ থেকে রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তারের পাশাপাশি সেখান থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের তিন-চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।
মো. রইছ উদ্দিন আরও বলেন, এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দখল, দূষণে নিশ্চিহ্ন হওয়ার পথে বাগেরহাট পৌরসভার অভ্যন্তরের সব খাল। দীর্ঘদিন ধরে খনন না করায় নাব্যতা হারানো খালগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে বর্ষা মৌসুমে রোগবালাইসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
১ ঘণ্টা আগেদিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপুর ডাঙ্গাপাড়া এলাকার কৃষক মোমিনুল ইসলাম। এবার তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছেন তিনি। একটি ট্রাক্টরে করে ১৮ বস্তা আলু নিয়ে ফুলবাড়ী উপজেলার রাঙামাটির ফুলবাড়ী কোল্ডস্টোরেজে এসেছেন। সিরিয়ালের কোনো স্লিপ পাননি। আদৌ আলু হিমাগারে রাখতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
২ ঘণ্টা আগেবরিশাল নগরীতে সুজন হাওলাদার (২৪) নামের এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে পিটিয়ে হত্যার এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যা মামলা করা হয়নি। বরং একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে
২ ঘণ্টা আগে২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা খন্দকার খালিদ বিন নূর। ক্ষমতার পালাবদলের পর পুলিশ সুপার (এসপি) হিসেবে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর যোগদান করেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নে। দুদিন পরই অফিসে কর্মরত সুন্দরী কনস্টেবলকে নিজের ‘বডিগার্ড’ নিয়োগ করেন। এক দিন পর বডিগার্ডের দায়িত্ব পালন করতে অপারগতা জানান ওই নারী কন
২ ঘণ্টা আগে