Ajker Patrika

নিয়মিত শিক্ষার্থীদের থেকেই হবে চবি ছাত্রলীগের নতুন নেতৃত্ব: শেখ ইনান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নিয়মিত শিক্ষার্থীদের থেকেই হবে চবি ছাত্রলীগের নতুন নেতৃত্ব: শেখ ইনান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রে দুই কপি জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।’

আজ শনিবার রাতে বিষয়টি নিয়ে মোবাইল ফোনে কথা হলে আজকের পত্রিকাকে শেখ ওয়ালী আসিফ ইনান এসব কথা বলেন।

ইনান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আমরা সাত দিনের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে বলেছি। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে সৎ, যোগ্য, মেধাবীদের নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে।’

এর আগে আজ রাতে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে নতুন কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কমিটিতে পদ প্রত্যাশীদের দুই কপি জীবন বৃত্তান্ত আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জীবনবৃত্তান্তের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্মসনদের ফটোকপি, সব বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, সর্বশেষ পাস করা পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি ও বিভিন্ন বৃত্তিমূলক কাজের সনদের (যদি থাকে) ফটোকপি সংযুক্ত করতে হবে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের উপগ্রুপগুলোর মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত