Ajker Patrika

চট্টগ্রাম নগরীতে সন্ধ্যা নাগাদ সমাবেশ করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চট্টগ্রাম নগরীতে আজ রোববার সন্ধ্যা নাগাদ ঐতিহাসিক বিপ্লবী উদ্যানে সমাবেশ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এরপর ওই সমাবেশ শেষে জুলাই পদযাত্রা শুরু করা হবে। শনিবার এনসিপি জুলাই পদযাত্রার রোডম্যাপ কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

এনসিপির চট্টগ্রাম জেলা সংগঠক মো. রাফসান জানি জানিয়েছেন, আজ বিকেল সাড়ে ৫টায় বহদ্দারহাট, মুরাদপুর হয়ে বিপ্লবী উদ্যানে জমায়েত হবেন। এর আগে নগরের বহদ্দারহাটে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানো হবে। এরপর সন্ধ্যা ৬টায় বিপ্লবী উদ্যানে মূল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সমাবেশ শেষে পদযাত্রা শুরু হবে।

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতা-কর্মীদের সরাসরি বিপ্লবী উদ্যানের সমাবেশে মিছিল নিয়ে যোগদানের জন্য বলা হয়েছে।

চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সারা দেশে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) থেকে চট্টগ্রাম অঞ্চলে কর্মসূচি শুরু করেছে এনসিপি। এ জন্য শুক্রবার রাতেই কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে এসে পৌঁছান। শনিবার সকালে প্রথমে কক্সবাজার বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে সমাবেশ করে এনসিপি। এরপর চকরিয়া উপজেলায় গিয়ে সমাবেশ করে বান্দরবানে গিয়ে কর্মসূচি পালন করেন নেতারা।

বান্দরবান থেকে রাতে চট্টগ্রাম নগরীতে ফেরেন এনসিপি নেতারা। আজ (রোববার) সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষ করে সরাসরি চট্টগ্রামে আসবেন এনসিপি নেতারা। চট্টগ্রামে পদযাত্রা শেষ করে রাতেই তারা ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এর আগে কক্সবাজারে পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিষোদ্‌গারমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চকরিয়া পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভাঙচুর করেন বিএনপির একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত