উখিয়া ও কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় আবারও এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মোহাম্মদ সলিম (২৮)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের রফিক উদ্দিনের ছেলে ও একই ব্লকের সাব মাঝি (সহকারী কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত আছেন।
জানা যায়, ঘটনার পর স্থানীয় লোকজন সলিমকে উদ্ধার করে কুতুপালংয়ে দাতব্য সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘৫-৬ জনের একটি দুর্বৃত্তের দল গুপ্ত হামলা চালিয়ে সাব মাঝি সলিমকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গুলিবিদ্ধ সলিমের স্ত্রী জানান, ‘আমার স্বামী রাতের পাহারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় দুজন লোক এসে তাকে ডাকাডাকি করে। পরে সে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুলির শব্দ শুনি।’
সলিমের প্রতিবেশী আব্দুর রহিম বলেন, ‘গুলি শব্দ শুনে আমরা বের হয়ে সলিমকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। গুলি করা লোক গুলো পালিয়ে যায়। তারা ৫-৬ জন ছিল।’
উল্লেখ্য, বৃহস্পতিবার একই দিনে দুপুর ১টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ৮-ডব্লিউ তে দুই রোহিঙ্গা শিশু দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
১৫ মিনিট আগেসম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ টাকা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে স্বাস্থ্যসেবা বাবদ বরাদ্দ পাবেন মাত্র ৬ টাকা ৬৮ পয়সা; যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত বলে মনে ক
১৭ মিনিট আগেরাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগেতাঁদের অভিযোগ, কয়েক দিন আগে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন কেনা নিয়ে পুলিশের সঙ্গে সিজুর বিরোধ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নেওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। বক্তারা বলেন, ‘সিজু সাঁতার জানত। সে পালানোর সময় পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়নি। পুলিশই পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ এই হত্যার ২৪ ঘণ্টার মধ্যে
২১ মিনিট আগে