নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠানে আটক উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ারকে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়েতে আসার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখেন। পরে খুলশী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার মো. রইছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটকের পর ফখরুল আনোয়ারকে গত ২৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানার দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলায় ফখরুল আনোয়ারসহ ৭৩৫ জন এজাহারনামীয় আসামি রয়েছেন। এ ছাড়া ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার ও শাহজাদী সৈয়দা সায়েমা আহমেদের একমাত্র ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের ছেলে নিজামুল আলম ও সৈয়দা শারমিন আকতারের বড় মেয়ে সৈয়দা মাহবুবা হোসনে আরার বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বিয়েতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনও।
ফখরুল আনোয়ার ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত শতাধিক নেতা-কর্মী নৌবাহিনী পরিচালিত ওই কনভেনশন সেন্টারে যান। প্রথমে তাঁরা সেখানে ভোজে অংশ নেন। ঘণ্টাখানেক পরে সেখানে আরও প্রায় শতাধিক নেতা-কর্মী আসেন। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। রাত সাড়ে ৯টার দিকে তারা বিভিন্ন স্লোগান দিয়ে একপর্যায়ে ফখরুল আনোয়ারকে ঘিরে রাখেন। ওই সময় কনভেনশন সেন্টারের গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের বাইরে বিভিন্ন জায়গা থেকে একে একে আরও নেতা-কর্মী এসে জড়ো হতে থাকেন।
এ সময় সুযোগ বুঝে সাবেক মেয়র মনজুর আলম ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ফখরুল আনোয়ারকে আটক করে নিয়ে যায়। অনেকের অভিযোগ, অনুষ্ঠানে অনেকেই ভোজন সেরে তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ারকে অবরুদ্ধ করে রাখেন।
চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠানে আটক উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ারকে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়েতে আসার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখেন। পরে খুলশী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে আটক করে নিয়ে যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার মো. রইছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটকের পর ফখরুল আনোয়ারকে গত ২৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানার দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আদালতে সোপর্দের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলায় ফখরুল আনোয়ারসহ ৭৩৫ জন এজাহারনামীয় আসামি রয়েছেন। এ ছাড়া ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ার ও শাহজাদী সৈয়দা সায়েমা আহমেদের একমাত্র ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের ছেলে নিজামুল আলম ও সৈয়দা শারমিন আকতারের বড় মেয়ে সৈয়দা মাহবুবা হোসনে আরার বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বিয়েতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনও।
ফখরুল আনোয়ার ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত শতাধিক নেতা-কর্মী নৌবাহিনী পরিচালিত ওই কনভেনশন সেন্টারে যান। প্রথমে তাঁরা সেখানে ভোজে অংশ নেন। ঘণ্টাখানেক পরে সেখানে আরও প্রায় শতাধিক নেতা-কর্মী আসেন। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। রাত সাড়ে ৯টার দিকে তারা বিভিন্ন স্লোগান দিয়ে একপর্যায়ে ফখরুল আনোয়ারকে ঘিরে রাখেন। ওই সময় কনভেনশন সেন্টারের গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের বাইরে বিভিন্ন জায়গা থেকে একে একে আরও নেতা-কর্মী এসে জড়ো হতে থাকেন।
এ সময় সুযোগ বুঝে সাবেক মেয়র মনজুর আলম ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ফখরুল আনোয়ারকে আটক করে নিয়ে যায়। অনেকের অভিযোগ, অনুষ্ঠানে অনেকেই ভোজন সেরে তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ারকে অবরুদ্ধ করে রাখেন।
জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আহ্বায়ক (আংশিক) কমিটি পেল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এতে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও আনোয়ারার হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১৭ মিনিট আগেসাতক্ষীরা জেলা বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় সাংগঠনিক কমিটি। আজ রোববার দুপুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে জেলার শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ মিনিট আগেসাতক্ষীরার বালিথায় শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ সরদার নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে