Ajker Patrika

কুমিল্লায় ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ, আটক ২

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৬: ০২
কুমিল্লায় ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ, আটক ২

কুমিল্লায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে আজ শনিবার লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা, আদর্শ সদর ও মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় দুজনকে আটক করে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।

আজ সকালে নগরীর রানীর বাজার, ফৌজদারি মোড়সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। লিফলেট বিতরণে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক  রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক  আলী আক্কাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিনকে আটক করে।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত