Ajker Patrika

১১ বছর আগে হত্যার ঘটনায় মামলা: আসামি ১০ বছর আগে মৃত যুবলীগ নেতা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২২: ৩৩
Thumbnail image

১১ বছর আগে কক্সবাজারের চকরিয়ায় গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় ১০ বছর আগে মৃত যুবলীগ নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার নিহতের বাবা মোহাম্মদ শাহ আলম (৪৪) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে প্রধান আসামি করে ১২৮ জনের নাম উল্লেখ করা হয়। এর ১১৪ নম্বর আসামি মৃত যুবলীগ নেতা আবু বক্কর। মামলায় আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। 

মৃত ব্যক্তিকে আসামি করার বিষয়ে জানতে চাইলে বাদী মোহাম্মদ শাহ আলমের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি রাজনৈতিকভাবে হয়েছে। মৃত আবু বক্করকে আমি চিনি না। মামলাটি রাজনৈতিক নেতারা করেছেন। আমি শুধু বাদী হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘ছেলেকে (মিজান) হত্যার পর আওয়ামী লীগের নেতারা ও পুলিশের পক্ষ নেওয়ার জন্য চাপ দিয়েছিল, আমি রাজি হইনি। আমাকে মামলায় আসামি করারও হুমকি দিয়েছিল। পুলিশ উল্টো বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছিল। পরে ২০১৩ সালে আমি বাদী হয়ে আদালতে মামলা করেছিলাম।’ বাদীর ভাষ্য, ‘মামলাটি আওয়ামী লীগ খেয়ে ফেলেছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ বছর (৯ বছর ১০ মাস) আগে আবু বক্কর একদল সন্ত্রাসীর হাতে নিহত হন। তিনি সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের নজির আহমদের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। রাজনৈতিকভাবে ইউনিয়নে কয়েকটি গ্রুপে বিভক্ত ছিল। সেখানে একটি গ্রুপের নেতৃত্ব দিতেন আবু বক্কর। হত্যার পর চকরিয়া থানায় মামলা করে তার পরিবার। 

এ বিষয়ে বক্করের স্ত্রী সোনিয়া আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘আবু বক্করকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছিল। এখন প্রায় ৯ বছর ১০ মাস পার হয়ে গেছে। এরপরও একজন মৃত ব্যক্তিকে হত্যা মামলায় আসামি করাটা দুঃখজনক। তবে কারা, কী কারণে মামলা করেছে বিষয়টি আমার জানা নেই।’ 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূইয়া বলেন, ‘১১৪ নম্বর আসামির বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। বাদী এজাহারে যেসব আসামির নাম উল্লেখ করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। কীভাবে মৃত ব্যক্তি আসামি করলেন, বাদীর সঙ্গে কথা বলা হবে।’ 

মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) ঘেঁটে দেখা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বিএনপি ঘোষিত সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিল। এরই অংশ হিসেবে চকরিয়া পৌর শহরে পুরোনো জনতা মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে রওনা দেয়। এ সময় কিশোর মো. মিজানুর রহমান মিছিলে যোগ দেয়। 

মিছিলটি কাকারা-মানিকপুর-সুরাজপুর রোডের কাকারা পুলেরছড়া ব্রিজ এলাকায় পৌঁছালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল লোক মিছিলের ওপর গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে মিজানুর রহমান নিহত হয়। এ ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত