Ajker Patrika

কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসক নিহত: কারাগারে ৩ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২১: ৫৭
কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসক নিহত: কারাগারে ৩ জন

ছেলেকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় চিকিৎসক নিহতের ঘটনায় অভিযুক্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৯ এপ্রিল (শনিবার) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী। তিনি বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৬ এপ্রিল একটি মামলা হয়। সেই মামলায় ৮ এপ্রিল তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৯ এপ্রিল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

কারাগারে যাওয়া তিনজন হলেন মো. সাফায়েত, মো. সাগর ও সংগ্রাম। 

৫ এপ্রিল (শুক্রবার) চিকিৎসক কোরবান আলীর ছেলে একজনকে বাঁচাতে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ছেলের ওপর হামলা করে সেই গ্যাং সদস্যরা। আর ছেলেকে হামলাকারীদের থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন চিকিৎসক কোরবান আলী।

এ ঘটনায় তাঁর ছেলে আলী রেজা বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আটজনের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা করেন। পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে।

আলী রেজা সাংবাদিকদের জানান, গত শুক্রবার বিকেলে আকবর শাহ থানা এলাকার পশ্চিম ফিরোজ শাহ হাউজিং এলাকার জে লাইন দিয়ে যাচ্ছিলেন তিনি। এই সময় দুজন স্কুলছাত্রকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। তার কাছে এসে সেই দুজন সাহায্য চায়। সঙ্গে সঙ্গে তিনি ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। 

ওই দিন সন্ধ্যায় ইফতারি কিনতে বাসা থেকে বের হন আলী রেজা। তখন তাঁকে একা পেয়ে মারধর করতে থাকেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাঁকে মারছে খবর পেয়ে সেখানে ছুটে আসেন বাবা। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে তাঁর বাবার মাথায় গুরুতর আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়। 

আকবর শাহ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সবাই ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত