Ajker Patrika

চমেকে ছাত্রলীগের পুনর্বাসনচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ২০: ১৩
চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, সাবেক ছাত্রলীগ কর্মী আসিফ হাসান নিয়নকে ঘিরে উদ্ভূত পরিস্থির সৃষ্টি হয়। বহিরাগতদের ক্যাম্পাসে এনে তিনি সন্ত্রাসী সংস্কৃতি চালু করতে চাইছেন। যারা ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়ে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে, তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তা না হলে ছাত্রসমাজ নিজেরাই ব্যবস্থা নেবে।

সমাবেশে লিখিত বিবৃতি পাঠ করেন, বৈছাআর সাবেক সমন্বয়ক আবরার আল ফয়সাল সিয়াম (৩১তম বিডিএস), মিনহাজুল হক (৬২তম এমবিবিএস), ইনতিসার আহমেদ (৬২তম এমবিবিএস) ও শাহ মোহাম্মদ ইমরান (৬৫তম এমবিবিএস)।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করে। দাবি দুটি হলো—চমেক ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসন বা জুলাই বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করার ন্যূনতম সাহস দেখালে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ক্যাম্পাস ও হোস্টেলে বহিরাগত প্রবেশ-জড়ো হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে প্রশাসনিক আদেশ জারি করতে হবে।

এ বিষয়ে হোস্টেল সুপার অধ্যাপক হাবিব হাসান বলেন, হলে ব্যাচভিত্তিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে জাহির করতেন সাইফ হোসেন নিয়ন। ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গালিগালাজ করা হয় ওই পোস্টে। পরে এই পোস্টটি ফেসবুকেও দেন সাইফ। হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিষয়টি জানার পর তাঁর ওপর চড়াও হন। তাঁকে মারধরও করেন। বিষয়টি গত মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উঠলে নিয়নকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত