বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিতর্কিত হিসাবরক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলায় উপস্থিত হয়ে নোয়াখালী জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ইকবাল মোর্শেদ এই তদন্ত কার্যক্রম শুরু করেন।
এর আগে গত ১৭ মে ‘টাকা ছাড়া ফাইল নড়ে না’-শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের একদিন পর ১৮ মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে নোয়াখালী ইকবাল মোর্শেদকে তদন্তভার দেওয়া হয়। ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের কার্যালয় চট্টগ্রাম বিভাগের হিসাব শাখার অডিট এন্ড অ্যাকাউন্টস অফিসার ডিসিএ নাছরিন আক্তার চট্টগ্রাম কার্যালয়ের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। আগামী ২৪ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় তদন্ত কার্যক্রম শুরু করেন ইকবাল মোর্শেদ। প্রথমে তিনি অভিযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের কার্যালয়ে যান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ হুসেন (বাবুল) এবং মাধ্যমিক শিক্ষা অফিসার নূরমোহম্মদকে জিজ্ঞাসাবাদ করেন।
পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মংশিনু মারমার সঙ্গে কথা বলে ধারাবাহিকভাবে আরো অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলেন।
এ সময় তদন্ত কর্মকর্তা মো. ইকবাল মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, তদন্ত চলমান রয়েছে, তাই এই মুহূর্তে কিছু বলা যাবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন বলেন, ‘তদন্ত কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, আমি অনুরোধ করেছি শান্তি শৃঙ্খলার স্বার্থে অভিযুক্ত পেয়ার মোহাম্মদকে যত দ্রুত সম্ভব বাঘাইছড়ি থেকে সরিয়ে নেওয়ার জন্য। কারণ বাঘাইছড়িবাসী তাঁর অনিয়ম দুর্নীতিতে বিরক্ত ও সংক্ষুব্ধ।’
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিতর্কিত হিসাবরক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলায় উপস্থিত হয়ে নোয়াখালী জেলা অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ইকবাল মোর্শেদ এই তদন্ত কার্যক্রম শুরু করেন।
এর আগে গত ১৭ মে ‘টাকা ছাড়া ফাইল নড়ে না’-শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের একদিন পর ১৮ মে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এতে নোয়াখালী ইকবাল মোর্শেদকে তদন্তভার দেওয়া হয়। ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের কার্যালয় চট্টগ্রাম বিভাগের হিসাব শাখার অডিট এন্ড অ্যাকাউন্টস অফিসার ডিসিএ নাছরিন আক্তার চট্টগ্রাম কার্যালয়ের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। আগামী ২৪ মে এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় তদন্ত কার্যক্রম শুরু করেন ইকবাল মোর্শেদ। প্রথমে তিনি অভিযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের কার্যালয়ে যান। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ হুসেন (বাবুল) এবং মাধ্যমিক শিক্ষা অফিসার নূরমোহম্মদকে জিজ্ঞাসাবাদ করেন।
পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মংশিনু মারমার সঙ্গে কথা বলে ধারাবাহিকভাবে আরো অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলেন।
এ সময় তদন্ত কর্মকর্তা মো. ইকবাল মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, তদন্ত চলমান রয়েছে, তাই এই মুহূর্তে কিছু বলা যাবে না। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন বলেন, ‘তদন্ত কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, আমি অনুরোধ করেছি শান্তি শৃঙ্খলার স্বার্থে অভিযুক্ত পেয়ার মোহাম্মদকে যত দ্রুত সম্ভব বাঘাইছড়ি থেকে সরিয়ে নেওয়ার জন্য। কারণ বাঘাইছড়িবাসী তাঁর অনিয়ম দুর্নীতিতে বিরক্ত ও সংক্ষুব্ধ।’
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
৪ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
২৮ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৩৩ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে