বান্দরবান প্রতিনিধি
কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বান্দরবানের দুই ক্রীড়াবিদ নুমে মারমা ও সিংখ্যা উ। আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া এই দুই প্রতিযোগী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, আরব আমিরাতে আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় কারাতে ও জুজুৎসু উভয় ইভেন্টে অংশ নেবেন নুমে মারমা এবং জুজুৎসুতে অংশ নেবেন সিংখ্যা উ। কোচ হিসেবে তাঁদের সঙ্গে যাচ্ছেন সিং মং।
গতকাল বুধবার এ দুই ক্রীড়াবিদ উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়াসহ সার্বিক বিষয়ে পরামর্শের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ক্যশৈহ্লা এ দুই ক্রীড়াবিদের সাফল্য কামনা করে বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হলে নিজেরা যেমন বিশ্ব দরবারেও পরিচিতি পাবেন, তেমনি বাংলাদেশেরও মুখ উজ্জ্বল হবে, বান্দরবানবাসী হবে গৌরবান্বিত।
এ বিষয়ে তিনি আরও বলেন, কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ব্যাপারে এ দুই ক্রীড়াবিদকে পার্বত্য জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হয়েছে। কারাতে ফেডারেশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কারাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বান্দরবানে কারাতের অনেক প্রতিভা রয়েছে। তাদেরও সঠিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে গড়ে তোলা গেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কারাতের ক্ষেত্রে সুনাম অর্জন করা সম্ভব।
কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বান্দরবানের দুই ক্রীড়াবিদ নুমে মারমা ও সিংখ্যা উ। আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া এই দুই প্রতিযোগী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, আরব আমিরাতে আগামী ১৬ হতে ২১ নভেম্বর পর্যন্ত কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় কারাতে ও জুজুৎসু উভয় ইভেন্টে অংশ নেবেন নুমে মারমা এবং জুজুৎসুতে অংশ নেবেন সিংখ্যা উ। কোচ হিসেবে তাঁদের সঙ্গে যাচ্ছেন সিং মং।
গতকাল বুধবার এ দুই ক্রীড়াবিদ উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়াসহ সার্বিক বিষয়ে পরামর্শের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ক্যশৈহ্লা এ দুই ক্রীড়াবিদের সাফল্য কামনা করে বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হলে নিজেরা যেমন বিশ্ব দরবারেও পরিচিতি পাবেন, তেমনি বাংলাদেশেরও মুখ উজ্জ্বল হবে, বান্দরবানবাসী হবে গৌরবান্বিত।
এ বিষয়ে তিনি আরও বলেন, কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ব্যাপারে এ দুই ক্রীড়াবিদকে পার্বত্য জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হয়েছে। কারাতে ফেডারেশনের মতো গুরুত্বপূর্ণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কারাতের উন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বান্দরবানে কারাতের অনেক প্রতিভা রয়েছে। তাদেরও সঠিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে গড়ে তোলা গেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কারাতের ক্ষেত্রে সুনাম অর্জন করা সম্ভব।
বরগুনা তালতলীতে আরাফাত খান (২২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
৯ মিনিট আগেমুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে‘আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। ইতিমধ্যে আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। দ্রুতই রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।’
২৫ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে