Ajker Patrika

শ্মশান পুনরুদ্ধারের দাবিতে মারমাদের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮: ২২
শ্মশান পুনরুদ্ধারের দাবিতে মারমাদের মানববন্ধন

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে মারমাদের শ্মশান বেদখলের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে বেদখল শ্মশান উদ্ধারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন মারমা গোষ্ঠীর লোকেরা। এরপর বালুখালী মারমা পাড়ার মারমা জনগোষ্ঠীর লোকেরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ৪ নভেম্বর ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি কয়েকজন নির্মাণশ্রমিক নিয়ে মারমাদের শ্মশানটি ঘিরে বেড়া দেন। এলাকার লোকজন বাধা দিতে গেলে তাদের বিভিন্ন হুমকি দেন তিনি। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ কাজ বন্ধ রাখতে বললেও ইসমাইল কাজ অব্যাহত রেখেছেন এবং এলাকার লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন। 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্মশান উদ্ধারের ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হবে। 

এলাকার কারবারি (গ্রামপ্রধান) অংচাই কারবারির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) তথ্য প্রচার সম্পাদক হ্লাপ্রু চাই মারমা, দপ্তর সম্পাদক বুলিচাই মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক কাজু কংচাই মারমা, সাবেক সভাপতি উসাইমং মারমা, ঘাতক দালাল নির্মূল কমিটির রাঙামাটি সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত