চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ‘২০২৪ সালের নির্বাচনে মানুষ শেখ হাসিনার সঙ্গে ছিলেন। এই নির্বাচনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশ-বিদেশি ষড়যন্ত্র যেন কোনভাবেই সফল না হয়। আমাদের গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। তৃতীয় কোনো শক্তির উত্থান না ঘটে এই দেশে। গণতন্ত্র যেন বিপর্যস্ত না হয়।’
আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচন পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি এসব কথা বলেন।
বিরোধী রাজনৈতিক দলের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় যে তারা নির্বাচনে জয়ী হবেন, সরকার গঠন করবেন তাহলে তারা নির্বাচন করবে? তাহলে তাদের নির্বাচনের মানে কী? খেলার মাঠে নামার আগে যদি প্রতিযোগীদের বলে দেওয়া হয় যে তুমি খেলায় জিতবা, পুরস্কারটা তুমি পাবা তাহলে এ খেলা দেওয়ার মানে পাতানো খেলা। কিন্তু নির্বাচন হচ্ছে-নির্বাচনী মাঠে যাবে, মানুষের কাছে যাবে, মানুষের মতামত নিবে, মানুষ তোমাকে যে রায় দেবে সে রায় তোমাকে মেনে নিতে হবে।’
দীপু মনি বলেন, ‘যারা ২০০১ সালের নির্বাচনের পর থেকে সারা দেশটাকে একটা সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করেছিল, যারা বাংলাদেশটাকে একটা হত্যা, ধর্ষণ, মৃত্যু, নির্যাতনের ভয়াল জনপদে পরিণত করেছিল। যে অপশক্তি এই তাদের দুর্নীতি দুঃশাসন দুষ্কর্মের কারণে ২০০৮ সালের সারা বিশ্বব্যাপী এবং সারা দেশের মানুষ সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে যেটা গ্রহণ করেছিল, সেই নির্বাচনে যারা মাত্র ৩০টি আসন পেয়েছিল।’
মন্ত্রী বলেন, ‘২০ দলীয় জোট করে ৩০টি আসন যারা পেয়েছিল। তারা এর পরে কী করেছে? সরকারে থেকেও দুষ্কর্ম করেছে, বিরোধী দলেও ভালো কিছু করার চেষ্টা করেনি। ২০১৪ সালে বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে, শত শত মানুষে হত্যা করেছে, দেশটাকে আবার সন্ত্রাসী, জঙ্গিবাদী রাষ্ট্র করার অপচেষ্টা করেছে। তারা ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে, ৫০০ এর বেশি মানুষ, পুলিশ, বিজিবি সদস্য হত্যা করেছে।’
সাধারণ মানুষ বিএনপিকে ভোট দেবে না বলে মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে তারা (বিএনপি) এ রকম হারা হেরেছে, তারপর ২০১৪ সালে দুষ্কর্মের কারণে নির্বাচন করেনি। নির্বাচন প্রতিহত করার নামে মানুষ ওপরে অত্যাচার নির্যাতন করেছে। ২০১৮ সালে আবার মনোনয়ন বাণিজ্য করে, ঢাকা থেকে একটা মনোনয়ন দেয়, লন্ডন থেকে আরেকটা মনোনয়ন দেয়, এসব নানান কিছু করে, তারা সেই নির্বাচনেও একেক এলাকায় ৫ থেকে ৬ জন করে মনোনয়ন দিয়ে রেখেছিল। কাজেই সেই নির্বাচনেও তারা একটা ভরাডুবির মধ্যে পড়েছে।’
দীপু মনি বলেন, ‘যারা মানুষকে ভাত দিতে পারে নাই, ভোটের অধিকার দিতে পারে নাই, বরং ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা গত ৪৩ বছর বাঙালির ভাত ও ভোটের অধিকারের জন্য একটানা সংগ্রাম করেছেন। কাজেই মানুষ শেখ হাসিনার সঙ্গে আছেন।’
সভায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাত্তার রাঢ়ীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ‘২০২৪ সালের নির্বাচনে মানুষ শেখ হাসিনার সঙ্গে ছিলেন। এই নির্বাচনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশ-বিদেশি ষড়যন্ত্র যেন কোনভাবেই সফল না হয়। আমাদের গণতন্ত্র উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। তৃতীয় কোনো শক্তির উত্থান না ঘটে এই দেশে। গণতন্ত্র যেন বিপর্যস্ত না হয়।’
আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচন পরবর্তী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি এসব কথা বলেন।
বিরোধী রাজনৈতিক দলের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় যে তারা নির্বাচনে জয়ী হবেন, সরকার গঠন করবেন তাহলে তারা নির্বাচন করবে? তাহলে তাদের নির্বাচনের মানে কী? খেলার মাঠে নামার আগে যদি প্রতিযোগীদের বলে দেওয়া হয় যে তুমি খেলায় জিতবা, পুরস্কারটা তুমি পাবা তাহলে এ খেলা দেওয়ার মানে পাতানো খেলা। কিন্তু নির্বাচন হচ্ছে-নির্বাচনী মাঠে যাবে, মানুষের কাছে যাবে, মানুষের মতামত নিবে, মানুষ তোমাকে যে রায় দেবে সে রায় তোমাকে মেনে নিতে হবে।’
দীপু মনি বলেন, ‘যারা ২০০১ সালের নির্বাচনের পর থেকে সারা দেশটাকে একটা সন্ত্রাসীদের, জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করেছিল, যারা বাংলাদেশটাকে একটা হত্যা, ধর্ষণ, মৃত্যু, নির্যাতনের ভয়াল জনপদে পরিণত করেছিল। যে অপশক্তি এই তাদের দুর্নীতি দুঃশাসন দুষ্কর্মের কারণে ২০০৮ সালের সারা বিশ্বব্যাপী এবং সারা দেশের মানুষ সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে যেটা গ্রহণ করেছিল, সেই নির্বাচনে যারা মাত্র ৩০টি আসন পেয়েছিল।’
মন্ত্রী বলেন, ‘২০ দলীয় জোট করে ৩০টি আসন যারা পেয়েছিল। তারা এর পরে কী করেছে? সরকারে থেকেও দুষ্কর্ম করেছে, বিরোধী দলেও ভালো কিছু করার চেষ্টা করেনি। ২০১৪ সালে বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে, শত শত মানুষে হত্যা করেছে, দেশটাকে আবার সন্ত্রাসী, জঙ্গিবাদী রাষ্ট্র করার অপচেষ্টা করেছে। তারা ৫০০ স্কুল পুড়িয়ে দিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে, ৫০০ এর বেশি মানুষ, পুলিশ, বিজিবি সদস্য হত্যা করেছে।’
সাধারণ মানুষ বিএনপিকে ভোট দেবে না বলে মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে তারা (বিএনপি) এ রকম হারা হেরেছে, তারপর ২০১৪ সালে দুষ্কর্মের কারণে নির্বাচন করেনি। নির্বাচন প্রতিহত করার নামে মানুষ ওপরে অত্যাচার নির্যাতন করেছে। ২০১৮ সালে আবার মনোনয়ন বাণিজ্য করে, ঢাকা থেকে একটা মনোনয়ন দেয়, লন্ডন থেকে আরেকটা মনোনয়ন দেয়, এসব নানান কিছু করে, তারা সেই নির্বাচনেও একেক এলাকায় ৫ থেকে ৬ জন করে মনোনয়ন দিয়ে রেখেছিল। কাজেই সেই নির্বাচনেও তারা একটা ভরাডুবির মধ্যে পড়েছে।’
দীপু মনি বলেন, ‘যারা মানুষকে ভাত দিতে পারে নাই, ভোটের অধিকার দিতে পারে নাই, বরং ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শেখ হাসিনা গত ৪৩ বছর বাঙালির ভাত ও ভোটের অধিকারের জন্য একটানা সংগ্রাম করেছেন। কাজেই মানুষ শেখ হাসিনার সঙ্গে আছেন।’
সভায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাত্তার রাঢ়ীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে শুনানির সময় এই অঙ্গীকার করেন তিনি। রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির হয় আজ।
১৪ মিনিট আগেঢাকার ভাটারার শাহজাদপুরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেলে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে...
২৮ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারের অভিযোগে এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সময় জব্দ করা হয় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা। অভিযুক্ত যুবকের নাম ফারুক ব্যাপারী (৩০)। তিনি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের বাসিন্দা।
৪০ মিনিট আগেবাগেরহাটের বাজারে রমজান উপলক্ষে ছোলা, খেজুর ও চিনির দাম কিছুটা কমেছে। তবে বোতল জাত তেল, বেগুন ও লেবুর দামে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। আজ সোমবার সকালে বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, যেখানে কয়েক দিন আগেও এর দাম ছিল ৩০-৪০ টাকা।
১ ঘণ্টা আগে