Ajker Patrika

কুমিল্লায় দরজা ভেঙে চীনা নাগরিকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৪, ১৮: ২১
কুমিল্লায় দরজা ভেঙে চীনা নাগরিকের লাশ উদ্ধার

কুমিল্লা নগরীতে চীনা নাগরিক শান হুয়ানমেই (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নগরীর আশ্রাফপুর নোয়াগাঁও চৌমুহনী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ইপিজেডে পি. ওয়াই গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন। 

কুমিল্লায় ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।’ 

স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউস নামে একটি ভবনে তৃতীয় তলায় ওই চীনা নারী বসবাস করতেন। সকালে অন্য সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিয়ে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। 

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব আজকের পত্রিকাকে বলেন, চীনা নাগরিক শান হুয়ানমেই কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। তা ছাড়া বয়সও হয়েছে প্রায় ৫৫ বছর। হাসপাতালসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সে বিষয়ে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত