বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর আইনজীবী এস এম বজলুর রশিদ মিন্টু বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২৬ ডিসেম্বর এই মামলা করেছিল নির্বাচন কমিশন। তিনি (মোস্তাফিজুর রহমান চৌধুরী) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।’
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিককে মারধর ও নাজেহালের অভিযোগে নির্বাচনী আচরণবিধি আইনের ৮ (খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে ২৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা দায়ের করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এর আগে ২৪ ডিসেম্বর কমিশন সচিবালয়ের উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর আইনজীবী এস এম বজলুর রশিদ মিন্টু বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২৬ ডিসেম্বর এই মামলা করেছিল নির্বাচন কমিশন। তিনি (মোস্তাফিজুর রহমান চৌধুরী) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।’
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিককে মারধর ও নাজেহালের অভিযোগে নির্বাচনী আচরণবিধি আইনের ৮ (খ) ধারায় এমপি মোস্তাফিজের বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে ২৬ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা দায়ের করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে ৩ জানুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এর আগে ২৪ ডিসেম্বর কমিশন সচিবালয়ের উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে এমপি মোস্তাফিজের বিরুদ্ধে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুরকে ফাঁসিসহ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে বোনের শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরকে আদালত বেকসুর খালাস দিয়েছে। সকাল সাড়ে ৯টায় মাগুরা দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় নারী ও শিশু...
২৩ মিনিট আগেসকালে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর শুরু হয় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা। জুনিয়র ক্যাটাগরিতে (৬ষ্ঠ থেকে অষ্টম) ২১০ জন, মাধ্যমিক ক্যাটাগরিতে (নবম ও দশম) ১৭০ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে (একাদশ ও দ্বাদশ) ৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
১ ঘণ্টা আগেঝগড়ার বিষয়টি নিয়ে আজকে আমরা সালিশ করি। সালিশে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিএনজি চালকের চিকিৎসাবাবদ মোটরসাইকেল চালককে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তাখন বিচার মেনে একহাজার টাকা জমা দেন মোটরসাইকেল চালক। দু’দিন পর বাকি টাকা পরিশোধ করবেন বলে কথা দেন। সালিশ দরবার শেষ করে সন্ধ্যায় আমরা চলে...
১ ঘণ্টা আগেবিভিন্ন সময় তারা নিজেদের মতো বিভিন্ন কীটনাশক ব্যবহার করেন, কারণ কৃষি অফিস থেকে কোন পরামর্শ বা সহায়তা পান না। অনেক ফসল নষ্ট হওয়ার পরও কৃষি কর্মকর্তারা চোখে পড়ে না। চাষিরা দাবি করেছেন, কৃষি অফিস শুধুমাত্র কয়েকজন চাষীর জন্য নয়, সবার জন্য কাজ করুক।
১ ঘণ্টা আগে