Ajker Patrika

পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭ 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭ 

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ১১টা থেকে বেলা সাড়ে ১২টার মধ্যে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জলুয়ার দিঘির পাড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হন। নিহত রনধীর বড়ুয়া (৬৭) পাশ্ববর্তী চন্দনাইশ উপজেলার মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়ার বাসিন্দা।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার পরিদর্শক মোজাফফর হোসেন জানান, পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি কক্সবাজারে যাচ্ছিল। আর সিএনজিটি চট্টগ্রাম শহরের দিকে আসছিল। সংঘর্ষে সিএনজির যাত্রী রনধীর বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। চালকসহ অন্য দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়েছেন। 

এদিকে আজ সকাল ১১টার দিকে পটিয়ার ঈশ্বরখাইন এলাকায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত