Ajker Patrika

পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুর রউফ মারা গেছেন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ১৩
পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুর রউফ মারা গেছেন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রউফ (৭৪) মারা গেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাত ১১টার দিকে সেখানকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী-সন্তান রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালায় তাঁর গ্রামের বাড়িতে প্রথম জানাজা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার শেষে আজিমপুর গোরস্তানে তাঁর লাশ দাফন করা হবে।

সাবেক আইজিপি আব্দুর রউফ ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবুল হাশেম খান, শিল্পপতি এ এস এম আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খানসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত