Ajker Patrika

চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪: ৩৭
চট্টগ্রাম-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মাহফুজা জেরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজা জেরিন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এই আসনে ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন ভোটারের ১ শতাংশ ৩ হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ জন ভোটার সম্পর্কে যাচাই-বাছাই করেছি। এর মধ্যে তিনজন ভোটার দেশের বাইরে থাকার প্রমাণ পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ এবং বাকি একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়ক কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আপিলের সুযোগ রয়েছে। আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনে আপিল করব। আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাব বলে আমরা আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত