Ajker Patrika

চট্টগ্রামে হোটেল কক্ষে বিদেশী নাগরিকের লাশ, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২০: ১৬
চট্টগ্রামে হোটেল কক্ষে বিদেশী নাগরিকের লাশ, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন 

চট্টগ্রামে একটি চার তারকা হোটেলের কক্ষ থেকে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে অবস্থিত ‘দ্য পেনিনসুলা চিটাগাং’ নামের ওই হোটেল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, তাঁর মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। 

হোটেলের নথিতে ওই ব্যক্তির নাম Zdzislaw michal czeryba (জিস্লাভ মিহাল চেরিবা) এবং বয়স ৫৮ উল্লেখ রয়েছে। তিনি ঢাকার বিগ স্টার নামের একটি বায়িং হাউসে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করে আসছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামে কেনপার্ক নামের একটি গার্মেন্টস পরিদর্শনের জন্য আসেন। সে সময় জিইসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলার ৯১৫ নম্বর কক্ষে ওঠেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে শেষে হোটেলটিতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তি বায়িং হাউসের হয়ে চট্টগ্রামে একটি গার্মেন্টস পরিদর্শনের জন্য এখানে এসেছিলেন। গত রোববার রাত থেকে সকাল পর্যন্ত ওনার কক্ষের দরজা বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে কর্তৃপক্ষ রুমের বিকল্প চাবি দিয়ে দরজা খোলার পর দরজার পাশে পোল্যান্ডের ওই নাগরিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘তাঁর মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুরো কক্ষটি রক্তাক্ত অবস্থায় ও এলোমেলো ছিল। তাতে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি, এটা একটা হত্যাকাণ্ড হতে পারে।’ তবে পুরো বিষয়টি বলা যাবে তাঁর ফরেনসিক, মেডিকেল রিপোর্ট ও অন্যান্য তথ্য উপাত্ত যাচাই-বাছাই সাপেক্ষে। এ ছাড়া ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ফরেনসিক সংগ্রহ নানা আলামত উদ্ধারে সিআইডি ও পিবিআই কাজ করছে। 

পুলিশ জানায়, ২০১৮ সাল থেকে ওই নাগরিক চট্টগ্রামে বহুবার এসেছেন। সর্বশেষ গত ডিসেম্বরেও তিনি এখানে এসেছিলেন। এ সময় একই হোটেলটিতে ছিলেন। পরে ক্রিসমাসে ছুটিতে তিনি নিজ দেশ পোল্যান্ডে ফিরে যান। গত ২৪ ফেব্রুয়ারি তিনি আবার ফ্লাই দুবাই করে চট্টগ্রামে আসার পর বিমানবন্দর থেকে সরাসরি এই হোটেলে আসেন। 

এই বিষয়ে হোটেল পেনিনসুলা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে হোটেলটির একজন কর্মকর্তা দাবি করেছেন, বায়াররা তাঁকে ফোনে না পেয়ে হোটেলের ফোন নম্বরের যোগাযোগ করেন। এ সময় পোল্যান্ডের ওই নাগরিকের রুমে গিয়ে একটু দেখে আসার জন্য বলা হয়। পরে হোটেল কর্তৃপক্ষ ৯১৫ নম্বর কক্ষে গেলে ভেতর থেকে দরজা লক করা অবস্থায় পায়। এ সময় বাইরে থেকে দরজার ওপর ‘ডন্ট ডিস্টার্ব’ সাইনবোর্ড ঝোলানো ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত