Ajker Patrika

পটিয়ায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের পটিয়ায় চলতি মাসে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১৮টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ আসে। যা পটিয়া উপজেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ের ১৭ তারিখ পর্যন্ত ১ হাজার ২৫৫ জনে করোনা শনাক্ত হয়েছে। এ সময় পর্যন্ত মারা গেছেন ২৫ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি আরটি-পিসিআর ল্যাবে ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। এর মধ্যে উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন আর চট্টগ্রাম মহানগরে ৬৩৯ জন। নতুন করে মারা গেছেন ১১ জন। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যাচাসী নাথ বলেন, স্বাস্থ্যবিধি না মানার কারণে এত সংখ্যক রোগী বাড়ছে। নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণও দ্রুত ছড়াচ্ছে। এ ছাড়া যারা বাসায় আক্রান্ত হন অধিকাংশ আইসোলেশনে যায় না। সবার সঙ্গে মেলামেশা করার ফলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে। অপরদিকে করোনার সংক্রমণ বাড়লেও মানুষজন মাস্ক পরতে উদাসীন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। মাস্ক পরতে হবে। হাত ধোয়ার অভ্যাস থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে।

উল্লেখ্য, পটিয়ায় গত বছরের এপ্রিল মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত