বান্দরবান প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে, আমরা সংবিধানে সব জাতিগোষ্ঠীকে সমান স্বীকৃতি দিতে পারিনি। মুজিববাদ নানা কায়দায় বিভাজন করে রেখেছে। বাংলাদেশ পন্থার মধ্যেই আমরা বাংলাদেশ বিনির্মাণ করব।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) বান্দরবানের সমাবেশে নাহিদ এসব কথা বলেন। প্রথমবারের মতো আজ বান্দরবানে আসেন এনসিপির শীর্ষ নেতারা।
শনিবার রাত সাড়ে ৮টার পর জেলা শহরের সোনালী ব্যাংক এলাকায় এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্যে সমস্যা রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষদের বঞ্চিত করেছে।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৭২-পরবর্তীতে বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে বাঙালি বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করব। যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সামান্তা শারমিন, তাসনীম জারা, নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপি নেতা ইমন সৈয়দ প্রমুখ।
এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল বলেন, জাতীয় নেতাদের আগমনে বান্দরবানে এনসিপি আরও শক্তিশালী হবে।
এদিকে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার সাত উপজেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে, আমরা সংবিধানে সব জাতিগোষ্ঠীকে সমান স্বীকৃতি দিতে পারিনি। মুজিববাদ নানা কায়দায় বিভাজন করে রেখেছে। বাংলাদেশ পন্থার মধ্যেই আমরা বাংলাদেশ বিনির্মাণ করব।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) বান্দরবানের সমাবেশে নাহিদ এসব কথা বলেন। প্রথমবারের মতো আজ বান্দরবানে আসেন এনসিপির শীর্ষ নেতারা।
শনিবার রাত সাড়ে ৮টার পর জেলা শহরের সোনালী ব্যাংক এলাকায় এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্যে সমস্যা রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষদের বঞ্চিত করেছে।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৭২-পরবর্তীতে বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে বাঙালি বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করব। যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সামান্তা শারমিন, তাসনীম জারা, নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপি নেতা ইমন সৈয়দ প্রমুখ।
এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল বলেন, জাতীয় নেতাদের আগমনে বান্দরবানে এনসিপি আরও শক্তিশালী হবে।
এদিকে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার সাত উপজেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
১ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
১ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
১ ঘণ্টা আগে