Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২ 

ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় মোটরসাইকেলচালক আনিস (২২) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা আহরন্দ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। 

নিহত আনিস সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। 

আহতরা হলেন, ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে মোটরসাইকেলে করে তিন আরোহী কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহরন্দ এলাকা দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আহরন্দ ব্রিজ থেকে নামার সময় দ্রুতগতিতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। নিহতের সঙ্গে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। 

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় বাছিরকে ঢাকায় পাঠায়। 

এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পরপরই ঘাতক লরিটি জব্দ করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত