রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর গেন্ডারিয়াতে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি গ্যারেজের কমর্চারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে কর্তব্য
১৫ মিনিট আগেদেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি। খনিটি দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও ভাগ্যের উন্নয়ন হয়নি খনি এলাকার বাসিন্দাদের। এ যেন বাতির নিচেই অন্ধকার। খনিতে ২০-২৫ বছর ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৭৬ জন কর্মচারী চাকরি করলেও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় আজও তাঁদের চাকরি স্থায়ী হয়নি...
২৪ মিনিট আগেবগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন
৩৫ মিনিট আগে