পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন করা ৩০ নারী-পুরুষ ও শিশুকে পুলিশ হেফাজতে রেখেছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।
সূত্র জানায়, গতকাল ভোরে উপজেলার সীমান্তের রুপসেনপাড়া ও বিটিলা এলাকা দিয়ে ভারতের বিএসএফ ৩০ নারী-পুরুষ-শিশুকে পুশ ইন করে। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। রাত ৮টার দিকে পুলিশ হেফাজতে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের রাখা হয়।
পুশ ইন করা খোকন মৃধা ও ফারুখ শেখের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা একসময় বাংলাদেশের নড়াইল, যশোর খুলনা এলাকায় বসবাস করতেন। ২৮-৩০ বছর আগে কাজের জন্য অবৈধভাবে বেনাপোল হয়ে সীমান্ত পার হয়ে ভারতের গুজরাটের আন্দামানে ব্যবসা ও কাজকর্ম করেন। পর্যায়ক্রমে পরিবারের লোকজন নিয়ে যান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতের পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গুজরাটের একটি জেলে আটকে রাখে এবং পাশবিক নির্যাতন চালায়।
তাঁদের ভাষ্যমতে, গত তিন-চার দিন আগে গুজরাটের জেল থেকে বের করে দুটি বিমানযোগে তাঁদের আনুমানিক ৪৫০ জনকে প্রথমে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয় এবং ছয় ঘণ্টার অধিক সময় বাসে করে সীমান্তে আনা হয়েছে। এরপর পরিকল্পনামাফিক পর্যায়ক্রমে তাঁদের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করানো হচ্ছে।
এ বিষয়ে পানছড়ি থানা-পুলিশের এসআই সুকান্ত সাহা বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, পানছড়ির দুর্গম সীমান্তে বিএসএফের পুশ করা ৩০ নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিকভাবে লোগাং বাজার প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।
লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা ও সদস্য সাহেব আলীর তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে চিকিৎসক দিয়ে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আগতদের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যা নির্দেশনা আসে, সেভাবে যাচাই-বাছাই করে তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য, একই দিনে জেলার পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জন, মাটিরাঙ্গা উপজেলার গোমতীর শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, আচালং এলাকায় ২৩ জন এবং রামগড় উপজেলার সীমান্ত দিয়ে একজনসহ মোট ৮১ জনকে পুশ ইন করার খবর পাওয়া গেছে।
পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন করা ৩০ নারী-পুরুষ ও শিশুকে পুলিশ হেফাজতে রেখেছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।
সূত্র জানায়, গতকাল ভোরে উপজেলার সীমান্তের রুপসেনপাড়া ও বিটিলা এলাকা দিয়ে ভারতের বিএসএফ ৩০ নারী-পুরুষ-শিশুকে পুশ ইন করে। পরে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। রাত ৮টার দিকে পুলিশ হেফাজতে লোগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের রাখা হয়।
পুশ ইন করা খোকন মৃধা ও ফারুখ শেখের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা একসময় বাংলাদেশের নড়াইল, যশোর খুলনা এলাকায় বসবাস করতেন। ২৮-৩০ বছর আগে কাজের জন্য অবৈধভাবে বেনাপোল হয়ে সীমান্ত পার হয়ে ভারতের গুজরাটের আন্দামানে ব্যবসা ও কাজকর্ম করেন। পর্যায়ক্রমে পরিবারের লোকজন নিয়ে যান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতের পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গুজরাটের একটি জেলে আটকে রাখে এবং পাশবিক নির্যাতন চালায়।
তাঁদের ভাষ্যমতে, গত তিন-চার দিন আগে গুজরাটের জেল থেকে বের করে দুটি বিমানযোগে তাঁদের আনুমানিক ৪৫০ জনকে প্রথমে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয় এবং ছয় ঘণ্টার অধিক সময় বাসে করে সীমান্তে আনা হয়েছে। এরপর পরিকল্পনামাফিক পর্যায়ক্রমে তাঁদের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করানো হচ্ছে।
এ বিষয়ে পানছড়ি থানা-পুলিশের এসআই সুকান্ত সাহা বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, পানছড়ির দুর্গম সীমান্তে বিএসএফের পুশ করা ৩০ নারী, পুরুষ ও শিশুকে প্রাথমিকভাবে লোগাং বাজার প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।
লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা ও সদস্য সাহেব আলীর তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে চিকিৎসক দিয়ে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আগতদের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যা নির্দেশনা আসে, সেভাবে যাচাই-বাছাই করে তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য, একই দিনে জেলার পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জন, মাটিরাঙ্গা উপজেলার গোমতীর শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, আচালং এলাকায় ২৩ জন এবং রামগড় উপজেলার সীমান্ত দিয়ে একজনসহ মোট ৮১ জনকে পুশ ইন করার খবর পাওয়া গেছে।
নেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাসচালক আলমগীর হত্যা মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেহরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগেঅন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্বামী মাওলানা বিল্লাল ফকির। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের সঙ্গে থাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা আক্তার (৩২)। পরে আজ সন্ধ্যায় ঢাকার
২ ঘণ্টা আগে