Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা যুবককে অপহরণের পর গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় রোহিঙ্গা যুবককে অপহরণের পর গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক যুবককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুতুপালং ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহত যুবক মো. ফয়সাল (২৮) ওই ক্যাম্পের সি/২ ব্লকের মো. রফিকের ছেলে। 

ওসি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা ফয়সালকে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে ক্যাম্প-৪ এর ডি/৮ নম্বর ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আজ শুক্রবার ভোরে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি মো. শামীম হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত