রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতের কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।
হালদার ডিম সংগ্রহকারী কয়েকজন বলেন, মা মাছ ডিম ছাড়ার সময় এখন। এই সময়ে মা মাছের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয়। এটা দুঃখজনক ঘটনা। হালদায় এখনো মাছ ধরা বন্ধ হচ্ছে না। অনেকে জাল ফেলে বা বিষ প্রয়োগ করে মাছ ধরছে।
হালদা নদী গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আঘাতের কারণে মাছটি মারা গেছে। হয়তো কেউ ধরতে গিয়ে মাছটিকে আঘাত করেছে। এই সময়ে মা মাছ মারা যাওয়া ক্ষতিকর দিক।
হালদা নদীর আরেক গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ মারা যাওয়া খুবই দুঃখজনক।
কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা এবং তার শাখাখালগুলোয় প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বাড়াতে হবে।
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতের কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।
হালদার ডিম সংগ্রহকারী কয়েকজন বলেন, মা মাছ ডিম ছাড়ার সময় এখন। এই সময়ে মা মাছের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয়। এটা দুঃখজনক ঘটনা। হালদায় এখনো মাছ ধরা বন্ধ হচ্ছে না। অনেকে জাল ফেলে বা বিষ প্রয়োগ করে মাছ ধরছে।
হালদা নদী গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আঘাতের কারণে মাছটি মারা গেছে। হয়তো কেউ ধরতে গিয়ে মাছটিকে আঘাত করেছে। এই সময়ে মা মাছ মারা যাওয়া ক্ষতিকর দিক।
হালদা নদীর আরেক গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ মারা যাওয়া খুবই দুঃখজনক।
কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা এবং তার শাখাখালগুলোয় প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বাড়াতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
৪ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
৪ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
৪ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
৫ ঘণ্টা আগে