Ajker Patrika

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা) 
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৭: ৫৩
দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউপির চরবাকর এলাকায় একটি আন্তজেলা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুপুরে মুরাদনগর উপজেলার থোল্লার গ্রামে ট্রাকের চাপায় আট বছরের এক শিশু নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোযাত্রী পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে দু’জন মারা যান। অন্যজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

অপরদিকে, মুরাদনগর উপজেলার থোল্লার মোড়ে রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নীরব নামে এক শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীরব থোল্লা গ্রামের অটোচালক সোহেল মিয়ার ছেলে।

দুই দুর্ঘটনায় নিহতরা হলেন–মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)। বাবুল মিয়ার নাম জানা যায়নি। আহতরা হলেন–কাজিয়াতল গ্রামের সফিকুল ইসলামের ছেলে আজিজুল হক (১০) ও মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে অটোরিকশা চালক লিটন মিয়া।

নিহত আবুল কালামের ভাই মো. আনোয়ার হোসেন জানান, তাঁর ভাই কুমিল্লায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে কুমিল্লাতেই বসবাস করতেন। তাঁর ভাইসহ তালতো ভাই অটোচালক লিটন, তাঁর স্ত্রী কামরুন্নাহার, আত্মীয় আজিজুল হক, বন্ধু বাবুল মিয়াসহ বাড়িতে আসার পথে দুর্ঘটনায় পড়েন।

এ ব্যাপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জ্বল ঘোষ আজকের পত্রিকাকে বলেন, পৃথক দু’টি সড়ক দুর্ঘটনার এক শিশুসহ চারজন মারা যান এবং দুজন গুরুতর আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবনধ এলাকায় ব্রিজের মেরামত কাজ চলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পরিবহনে চাপ পড়েছে। দুর্ঘটনা কবলিত দু’টি টাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত