নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে নগরীর কালুরঘাট শিল্প এলাকার কাশ্মীর গার্মেন্টসের তিন পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
পরোয়ানাপ্রাপ্ত তিনবিবাদী হচ্ছেন–মাহিয়া বেগম, নাদিয়া বেগম ও আবদুল মুমিন। এর মধ্যে বিবাদী মাহিয়া ও নাদিয়া আবদুল মমিনের মেয়ে।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১০ বছরের পুরোনো এই খেলাপি ঋণ পরিশোধে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে আদালতের পক্ষ থেকে উল্লেখিত আদেশ এসেছে।’
মামলার আরজি থেকে প্রাপ্ত তথ্যমতে, ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় বিবাদীদের বিরুদ্ধে ২০১৩ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। পরে ২০১৫ সালে ঋণের টাকা উদ্ধারে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। মামলায় বিচারিক কার্যক্রম পরিচালনার সর্বশেষ অবস্থায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা দাঁড়ায় ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা।
এই ঋণ আদায় করতে না পেরে গতকাল ব্যাংকের আইনজীবী ড. মো. শফিকুল ইসলাম চৌধুরী বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে। এর প্রেক্ষিতে আজ বিচারক বিবাদীদের প্রত্যেককে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
চট্টগ্রামে ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে নগরীর কালুরঘাট শিল্প এলাকার কাশ্মীর গার্মেন্টসের তিন পরিচালকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
পরোয়ানাপ্রাপ্ত তিনবিবাদী হচ্ছেন–মাহিয়া বেগম, নাদিয়া বেগম ও আবদুল মুমিন। এর মধ্যে বিবাদী মাহিয়া ও নাদিয়া আবদুল মমিনের মেয়ে।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১০ বছরের পুরোনো এই খেলাপি ঋণ পরিশোধে বিবাদীদের বাধ্য করার অংশ হিসেবে আদালতের পক্ষ থেকে উল্লেখিত আদেশ এসেছে।’
মামলার আরজি থেকে প্রাপ্ত তথ্যমতে, ব্যবসায় বিনিয়োগের অংশ হিসেবে এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় বিবাদীদের বিরুদ্ধে ২০১৩ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। পরে ২০১৫ সালে ঋণের টাকা উদ্ধারে অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। মামলায় বিচারিক কার্যক্রম পরিচালনার সর্বশেষ অবস্থায় বিবাদীদের কাছে ব্যাংকের পাওনা দাঁড়ায় ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২১ টাকা।
এই ঋণ আদায় করতে না পেরে গতকাল ব্যাংকের আইনজীবী ড. মো. শফিকুল ইসলাম চৌধুরী বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালতে। এর প্রেক্ষিতে আজ বিচারক বিবাদীদের প্রত্যেককে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২২ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
২৫ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
২৭ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
৩০ মিনিট আগে