Ajker Patrika

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৪: ৫০
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, বিশ্বের ১০০১-১২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এই তালিকা প্রকাশ করে।

প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ের ব্যাপারে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া বলেন, ‘শিক্ষা-গবেষণার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি সারা বছর নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এই র‌্যাঙ্কিংয়ে আমাদের অগ্রগতি প্রতিফলিত হয়েছে। আমরা সামনের দিনে আরও এগিয়ে যেতে সচেষ্ট আছি।’

এ ব্যাপারে জানতে চাইলে চুয়েটের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন প্রদত্ত এই স্বীকৃতি আমাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা-গবেষণার অগ্রগতির ধারাবাহিকতা ধরে রাখতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে সুন্দর পরিবেশে যাতে শিক্ষা-গবেষণা এগিয়ে যেতে পারে, সে জন্য দক্ষ শিক্ষক ও বিশ্বমানের ল্যাব ইকুইপমেন্ট আছে আমাদের। আমরা শিক্ষকদের অধিক দক্ষতা বাড়াতে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছি, এর ফল হিসেবে ভবিষ্যতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আরও ভালো স্কোর আসবে বলে আমি আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত