Ajker Patrika

টিকিট ও নগদ টাকাসহ কক্সবাজার বিমানবন্দরে আটক ১১ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
টিকিট ও নগদ টাকাসহ কক্সবাজার বিমানবন্দরে আটক ১১ রোহিঙ্গা

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় যাওয়ার পথে এক নারীসহ ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন জানিয়েছে, তাদের কাছ থেকে বাংলাদেশ বিমানের পাঁচটি, ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি, নভো এয়ারের দুটিসহ মোট নয়টি টিকিট এবং নগদ ৩ লাখ ১৮ হাজার টাকা এবং ফয়সাল নামের একজনের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও একটি আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন—বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের মো. নুর, ২ নম্বর কুতুপালং ক্যাম্পের মো. আয়াজ, ২৬ নম্বর ক্যাম্পের আব্দুল হক, রবি আলম, ওসমান, আব্দুর শুক্কুর, মো. ফয়সাল ও রহিমা, ১৭ নম্বর ক্যাম্পের মো. নূর, রেজাউল করিম, ক্যাম্প ৮ ইস্ট এর  মো. আজিজ। তাঁরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।

বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা কী কারণে ঢাকায় যাচ্ছিল তা অনুসন্ধান করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত