নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
মাছ কাটার জন্য ডেকে কিশোরীকে (১৪) ধর্ষণ করে অটোচালক। ওই সময় ভিডিও ধারণ করে আরেক যুবক। পরে ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে জিম্মির চেষ্টা করেন তাঁরা। গতকাল বুধবার ভুক্তভোগীর মা থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।
এর আগে গত শনিবার চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মান্নার পাহাড়ে এই ঘটনা ঘটে।
মামলায় আসামিরা হলেন মুক্তিযোদ্ধা কলোনি মান্নার পাহাড়ের অটোরিকশাচালক মো. শামীম (৫০), ধর্ষণের ভিডিও ধারণকারী একই এলাকার হাবিব (৪৬) ও মান্না (৪৮)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর মা বলেন, ‘অন্যের বাসায় কাজ করার জন্য ওই দিন আমি বাসা থেকে বেরিয়ে যাই। সেদিন আমার স্বামীও ঘরে ছিল না। ঘরে আমার মেয়েকে একা পেয়ে আসামিরা এ ধরনের ঘটনা ঘটায়। মাছ কাটার কথা বলে আমার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করে শামীম। এ কাজে সহযোগী ছিল আরও দুজন। সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি চাই আসামিরা সর্বোচ্চ সাজা পাক।’
তিনি বলেন, ‘হাবিব ও মান্না পরস্পর যোগসাজশে আমার মেয়ের ভিড়িও ধারণ করে। আমার মেয়ের সেই ভিডিও দেখিয়ে আমাদের থেকে টাকাও চায়। আমার একমাত্র ছোট্ট মেয়েটাকে শেষ করে ফেলছে ওরা। আমি তাদের শাস্তি চাই।’
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী ওই কিশোরীর মা কাজে গেলে মেয়েটাকে ঘরে একা পেয়ে সুপরিকল্পিতভাবে তাকে মাছ কাটার কথা বলে বাসায় ডেকে নিয়ে যান শামীম। পরে তার হাত, পা ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ঘটনার পরদিন ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে।
পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়। ওই সময় আসামিরা ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
ওসি আরিফুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা দ্রুত থানায় মামলা নিই। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছি। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। যেকোনো মূল্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
মাছ কাটার জন্য ডেকে কিশোরীকে (১৪) ধর্ষণ করে অটোচালক। ওই সময় ভিডিও ধারণ করে আরেক যুবক। পরে ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে জিম্মির চেষ্টা করেন তাঁরা। গতকাল বুধবার ভুক্তভোগীর মা থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।
এর আগে গত শনিবার চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মান্নার পাহাড়ে এই ঘটনা ঘটে।
মামলায় আসামিরা হলেন মুক্তিযোদ্ধা কলোনি মান্নার পাহাড়ের অটোরিকশাচালক মো. শামীম (৫০), ধর্ষণের ভিডিও ধারণকারী একই এলাকার হাবিব (৪৬) ও মান্না (৪৮)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর মা বলেন, ‘অন্যের বাসায় কাজ করার জন্য ওই দিন আমি বাসা থেকে বেরিয়ে যাই। সেদিন আমার স্বামীও ঘরে ছিল না। ঘরে আমার মেয়েকে একা পেয়ে আসামিরা এ ধরনের ঘটনা ঘটায়। মাছ কাটার কথা বলে আমার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করে শামীম। এ কাজে সহযোগী ছিল আরও দুজন। সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি চাই আসামিরা সর্বোচ্চ সাজা পাক।’
তিনি বলেন, ‘হাবিব ও মান্না পরস্পর যোগসাজশে আমার মেয়ের ভিড়িও ধারণ করে। আমার মেয়ের সেই ভিডিও দেখিয়ে আমাদের থেকে টাকাও চায়। আমার একমাত্র ছোট্ট মেয়েটাকে শেষ করে ফেলছে ওরা। আমি তাদের শাস্তি চাই।’
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী ওই কিশোরীর মা কাজে গেলে মেয়েটাকে ঘরে একা পেয়ে সুপরিকল্পিতভাবে তাকে মাছ কাটার কথা বলে বাসায় ডেকে নিয়ে যান শামীম। পরে তার হাত, পা ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ঘটনার পরদিন ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে।
পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়। ওই সময় আসামিরা ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়।
ওসি আরিফুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা দ্রুত থানায় মামলা নিই। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছি। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। যেকোনো মূল্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসার ছাদে বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের ওই বাসার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির সাততলা বাসার ছাদে এই ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে।’ সোমবার বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
৬ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রাকভর্তি ৩০ লাখের বেশি গলদা রেণু অবৈধভাবে অন্যত্র পাঠানোর সময় সেগুলো আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেণুগুলো উদ্ধার করে নদীতে অবমুক্ত করে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।
১৪ মিনিট আগেভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রোববার গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। তাঁদের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক। আর বাকি ৭৫ জন বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ৩ ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
১৪ মিনিট আগে