Ajker Patrika

ছাগলনাইয়ায় ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী) 
ছাগলনাইয়ায় ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টায় ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়া ওয়ার্ডের বাসিন্দা পৌর শহরের ব্যবসায়ী তাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম রনি (২৮) ও বাঁশপাড়া ওয়ার্ডের বাসিন্দা ছলিম উল্যাহর পুত্র বাহরাইন প্রবাসী মো. সরোয়ার উদ্দিন রিকসন (২৮)। 

প্রত্যক্ষদর্শী জানায়, আজ দুপুরের দিকে মোটরসাইকেলযোগে আসা রনি ও রিকসন ছাগলনাইয়া পৌরসভার ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের হিছাছড়া ব্রিজের দক্ষিণ পাশে বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রনি ও রিকসন মারা যান। স্থানীয়রা তাঁদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. ফেরদৌস জাহান শারমিন তাঁদের মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাক চালক মো. ফারুককে (২৯) গ্রেপ্তার করা হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত