পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। নির্বাচিত হতে দুজনেই মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বড় ভাই বর্তমান মেম্বার আবু বক্কর ছিদ্দিক চৌধুরী মোরগ প্রতীক আর ছোট ভাই মনির হোসেন চৌধুরী তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আবু বক্কর ছিদ্দিক ও মনির হোসেন উপজেলার মির্জানগর ইউনিয়নের পুর্বসাহেবনগর গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে। জয়লাভের ব্যাপারে দুই ভাই-ই আশাবাদী। কিন্তু প্রচার প্রচারণায় শেষ নয়, তারা একজন আরেকজনের বিরুদ্ধেও প্রচারণা চালাচ্ছেন।
একই ওয়ার্ডে আপন দুই ভাই ভোটযুদ্ধে নামায় কাকে রেখে কাকে ভোট দেবেন এ নিয়ে বেশ বিপাকে রয়েছেন ভোটাররাও।
জানা যায়, বড় ভাই আবু বক্কর ছিদ্দিক গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনেও আবু আহমেদ ইউপি সদস্য হিসাবে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করে। গত ১২ নভেম্বর (শুক্রবার) রিটার্নিং অফিসারের কাছ থেকে মোরগ প্রতীক বরাদ্দ পেয়ে নিজ এলাকায় প্রচার প্রচারণা শুরু করেন।
এদিকে তাঁর আপন ছোট ভাই মনির হোসেনও ইউপি সদস্য প্রার্থী হয়েছেন। মনির হোসেনের প্রতীক হচ্ছে তালা। দুজনেই প্রতীক নিয়ে জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে। এ ছাড়া এই ওয়ার্ডে এবার ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৬ প্রার্থী।
স্থানীয়রা জানান ৬ নম্বর ওয়ার্ডটি গদানগর, পূর্ব সাহেব নগর, জঙ্গলঘোনা এই তিনটি গ্রাম নিয়ে গঠিত। এর মধ্যে ২ হাজার ১১৪ জন ভোটার রয়েছেন।
ইউপি সদস্য প্রার্থী বড়ভাই আবু বক্কর ছিদ্দিক বলেন, গত পাঁচ বছর আমি দায়িত্ব পালন করছি। এবারও আমার ওয়ার্ডের জনগণ আশা করি আমাকে নির্বাচিত করবে। তিনি আরও জানান, এবারের নির্বাচনে আমার ছোট ভাই মনির হোসেনও প্রার্থী হয়েছেন। তার ইচ্ছে হয়েছে সে প্রার্থী হয়েছে। এখন পছন্দ হলে আমাকে ভোটাররা ভোট দেবেন, না হয় তাঁকে দেবে।
ইউপি সদস্য প্রার্থী মনির হোসেন বলেন, 'আমার আত্মীয়স্বজন এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা চান আমি নির্বাচন করি। সবাই নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করছেন আমাকে। আমি নির্বাচিত হলে ইনশা আল্লাহ। আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করে অসমাপ্ত কাজ সমাপ্ত করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।'
পরশুরাম উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা অ্যান্টি অপারেটর শিশির চন্দ্র নাথ জানান, একটি ওয়ার্ডে আপন দুই প্রার্থী হয়েছেন। তাঁরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হয়েছেন আপন দুই ভাই। নির্বাচিত হতে দুজনেই মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বড় ভাই বর্তমান মেম্বার আবু বক্কর ছিদ্দিক চৌধুরী মোরগ প্রতীক আর ছোট ভাই মনির হোসেন চৌধুরী তালা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আবু বক্কর ছিদ্দিক ও মনির হোসেন উপজেলার মির্জানগর ইউনিয়নের পুর্বসাহেবনগর গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে। জয়লাভের ব্যাপারে দুই ভাই-ই আশাবাদী। কিন্তু প্রচার প্রচারণায় শেষ নয়, তারা একজন আরেকজনের বিরুদ্ধেও প্রচারণা চালাচ্ছেন।
একই ওয়ার্ডে আপন দুই ভাই ভোটযুদ্ধে নামায় কাকে রেখে কাকে ভোট দেবেন এ নিয়ে বেশ বিপাকে রয়েছেন ভোটাররাও।
জানা যায়, বড় ভাই আবু বক্কর ছিদ্দিক গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করছেন। এবারের নির্বাচনেও আবু আহমেদ ইউপি সদস্য হিসাবে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করে। গত ১২ নভেম্বর (শুক্রবার) রিটার্নিং অফিসারের কাছ থেকে মোরগ প্রতীক বরাদ্দ পেয়ে নিজ এলাকায় প্রচার প্রচারণা শুরু করেন।
এদিকে তাঁর আপন ছোট ভাই মনির হোসেনও ইউপি সদস্য প্রার্থী হয়েছেন। মনির হোসেনের প্রতীক হচ্ছে তালা। দুজনেই প্রতীক নিয়ে জোরেশোরেই প্রচারণা চালাচ্ছেন ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে। এ ছাড়া এই ওয়ার্ডে এবার ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৬ প্রার্থী।
স্থানীয়রা জানান ৬ নম্বর ওয়ার্ডটি গদানগর, পূর্ব সাহেব নগর, জঙ্গলঘোনা এই তিনটি গ্রাম নিয়ে গঠিত। এর মধ্যে ২ হাজার ১১৪ জন ভোটার রয়েছেন।
ইউপি সদস্য প্রার্থী বড়ভাই আবু বক্কর ছিদ্দিক বলেন, গত পাঁচ বছর আমি দায়িত্ব পালন করছি। এবারও আমার ওয়ার্ডের জনগণ আশা করি আমাকে নির্বাচিত করবে। তিনি আরও জানান, এবারের নির্বাচনে আমার ছোট ভাই মনির হোসেনও প্রার্থী হয়েছেন। তার ইচ্ছে হয়েছে সে প্রার্থী হয়েছে। এখন পছন্দ হলে আমাকে ভোটাররা ভোট দেবেন, না হয় তাঁকে দেবে।
ইউপি সদস্য প্রার্থী মনির হোসেন বলেন, 'আমার আত্মীয়স্বজন এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা চান আমি নির্বাচন করি। সবাই নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করছেন আমাকে। আমি নির্বাচিত হলে ইনশা আল্লাহ। আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করে অসমাপ্ত কাজ সমাপ্ত করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।'
পরশুরাম উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা অ্যান্টি অপারেটর শিশির চন্দ্র নাথ জানান, একটি ওয়ার্ডে আপন দুই প্রার্থী হয়েছেন। তাঁরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
৩ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
৩ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
৩ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে