Ajker Patrika

রাউজান প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে বিক্রি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে বিক্রি

চট্টগ্রামের রাউজানে অপচনশীল প্লাস্টিক আবর্জনাকে প্রক্রিয়াজাত করে বিক্রি শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠা করা প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্প থেকে গতকাল রোববার প্রথম ধাপে ১৫ টন কাঁচামাল বিক্রি করা হয়।

বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। তিনি বলেন, ‘রাউজান পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন মডেল পৌরসভা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। পরে অপচনশীল আবর্জনা প্রক্রিয়াজাত প্রকল্প নেওয়া হয়। এটি বর্তমানে আয়বর্ধক প্রকল্পে দাঁড় করাতে সক্ষম হয়েছি। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে কর্মসংস্থানের পাশাপাশি প্রকল্পটি আয়ের মুখ দেখায় আমি খুবই আনন্দিত।’

পৌর কর্তৃপক্ষ জানায়, থ্রি স্টার রিসাইক্লিং প্লাস্টিক প্রোডাক্ট নামের একটি কোম্পানির কাছে প্রায় ১৫ টন প্লাস্টিকের কাঁচামাল বিক্রি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত