Ajker Patrika

দাউদকান্দিতে মাদকবিরোধী আলোচনা সভায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০: ০৭
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের মাদকবিরোধী আলোচনা সভায় এক প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ওই ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মহিলা মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

জানা যায়, শুক্রবার ওই  ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই গ্রামের একজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও শীতবস্ত্র প্রদান করা হয়। 
 
সংগঠনটির চেয়ারম্যান মো. নুর আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় বক্তব্য দেন মোবারক হোসেন মাস্টার, রাজনৈতিক মো. দুলাল সরদার, প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, ডা. আব্দুল মান্নান, মোস্তাক আহমেদ, রোটা. শাহিনুর রহমান চৌধুরী, ব্যাংকার মো. মামুন হোসেন তালুকদার, হাফেজ আব্দুল মালেক ও মাওলানা ওমর ফারুক। 

সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আইনজীবী রাসেল রাফি, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, সজীব ভূঁইয়া, নাছির উদ্দীন সরকার, আল-আমিন তালুকদার, রহমত উল্লাহ তালুকদার, ডা. নাঈম প্রধান, রাজু প্রধান, মোয়াজ্জেম প্রধান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত