চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরে দ্রুতগতির মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের বাবুরহাট এলাকার মালবাড়ির মো. মনির মালের ছেলে মো. সমুদ্র মাল (২৪) এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. ইছা (৩৫)। সমুদ্র মাল চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। নিহত ইছার বাড়ি নাটোর জেলায়।
আহতরা হলেন—মোটরসাইকেলের আরোহী মো. রাকিব (২৭) ও পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র ও রাকিব মোটরসাইকেলে করে শহর থেকে বাবুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা ঘুরিয়ে নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সমুদ্র ও ইছার মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনা পাঁচজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁদের শরীরে একাধিক আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাকিব ও ফাহাদকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, নিহত অটোরিকশাচালক ইছার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁদপুর শহরে দ্রুতগতির মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের বাবুরহাট এলাকার মালবাড়ির মো. মনির মালের ছেলে মো. সমুদ্র মাল (২৪) এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. ইছা (৩৫)। সমুদ্র মাল চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। নিহত ইছার বাড়ি নাটোর জেলায়।
আহতরা হলেন—মোটরসাইকেলের আরোহী মো. রাকিব (২৭) ও পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র ও রাকিব মোটরসাইকেলে করে শহর থেকে বাবুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা ঘুরিয়ে নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সমুদ্র ও ইছার মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনা পাঁচজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁদের শরীরে একাধিক আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাকিব ও ফাহাদকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, নিহত অটোরিকশাচালক ইছার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অভিযোগে তরুণী জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাঁকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে দীর্ঘ সময় তাঁকে আটকে রাখা হয়।
৩ মিনিট আগেওই শিক্ষকের নিয়োগ বাতিল না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। ফলে স্থবির হয়ে পড়েছে বিভাগটির শিক্ষা কার্যক্রম।
১৮ মিনিট আগেবরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
১৯ মিনিট আগেএ যেন রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। কাঁথা-বালিশ, ঘটিবাটি গুটিয়ে নিয়ে গ্রাম ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছেন মানুষ। আজ মঙ্গলবার সকালে মাইক দিয়ে ডেকে চার গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এমনই এক ভয়াবহ চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে।
২৩ মিনিট আগে