Ajker Patrika

সেন্ট মার্টিনে ধরা পড়ল ১৫০ কেজির বিরল বোল মাছ 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৩: ৪৮
সেন্ট মার্টিনে ধরা পড়ল ১৫০ কেজির বিরল বোল মাছ 

কক্সবাজার জেলার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় সেন্ট মার্টিনের ডেইলপাড়া ঘাটে বাজারে মাছটি তোলেন ট্রলারের মাঝি রশিদ মিয়া। এ সময় বিশাল মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করেন। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল। 

সেন্ট মার্টিন মৎস্য শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, শুক্রবার রাতে রশিদ মাঝির নেতৃত্বে ১০-১২ জন মাঝিমাল্লা মাছ ধরতে রওনা হন। তাঁরা সেন্ট মার্টিন উপকূলের দক্ষিণ-পশ্চিমে জাল ফেলেন। সেখানে তাঁদের জালে উঠে আসে বোল মাছটি। 

মাঝি রশিদ মিয়া বলেন, এত বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছ পেয়ে যেমন খুশি, তেমনি দাম পেয়েও সন্তুষ্ট আমরা।  

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান মাছটি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫০ কেজি ওজনের বোল মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। মাছটি বাজারে ওঠার খবর পেয়ে উৎসুক মানুষ ভিড় করেছিল। 

এর আগে ২০১৮ সালের ১৩ জানুয়ারি সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে বড়শিতে ধরা পড়েছিল ৯১ কেজি ওজনের একটি বোল মাছ, যা বিক্রি হয়েছিল ৬৮ হাজার টাকায়। 

এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এই মাছ বিরল প্রজাতির। ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সংরক্ষিত। এ মাছ সচরাচর ধরা পড়ে না। বছরে দু-একটি সেন্টমার্টিন সমুদ্র উপকূলে ধরা পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত